ঢাকা: মান রক্ষার লড়াই। প্রথম ম্যাচে বাংলাদেশ দল মালয়েশিয়ার কাছে পরাজিত হয়ে বেশ সমস্যায় পড়ে যায়।
সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেই সেমির টিকিট নিশ্চিত হবে স্বাগতিক বাংলাদেশের। রোববার বাফুফে ভবনে এক প্রেস কনফারেন্সে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের কোচ ও অধিনায়ক জানালেন তাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে।
বাংলাদেশ দলের কোচ লোডভিক ডি ক্রুইফ জানালেন, গত ম্যাচে আমরা পরাজিত হয়েছি। মালয়েশিয়া দলটি অনূর্ধ্ব-২৩ হলেও ভালো দল ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের এটা দ্বিতীয় সুযোগ। এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ন। প্রথম ম্যাচে ২০ মিনিট খুবই নার্ভাস ছিল ছেলেরা। আমাদের দলেও বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। যারা ম্যাচের গতিপথ পরিবর্তন করতে পারবে। তবে এ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় চাই। শ্রীলঙ্কাও ভালো দল, কিন্তু আমাদের জয়ের বিকল্প নাই। কাল মান রক্ষার লড়াই। '
আর অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, 'আমাদের দেশে ফুটবল মানেই চাপ। ভালো খেলে হারার চেয়ে, খারাপ খেলে জেতা অনেক ভালো। আমরা পুরোপুরি প্রস্তুত এ ম্যাচের জন্য। জয়ই আসল, ড্র নয়। পূর্ন তিন পয়েন্টের জন্যই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামব আমরা। ম্যাচে চাপ থাকবেই। হারলে চাপটা হারাম আর জিতেল হালাল। কালকের ম্যাচে জিতে সেই চাপ হালাল করতে চাই। '
লংকান কোচ নিকোলা কাভাজোভিচের মুখে প্রথম ম্যাচ থেকে একটিই কথা, 'এ টুর্নামেন্টে তাদের কোন লক্ষ্য নেই। জয় পরাজয় নয়, অংশ গ্রহণ করতে এসেছি। আমাদের দীর্ঘ মেয়াদি টার্গেট আছে। আমাদের দলে সমস্যা আছে। বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি নিতেই আমরা এসেছি। '
অধিনায়ক সুজনা পেরেরা জানান, 'আমাদের লক্ষ্য যদি বাংলাদেশকে পরাজিত করেত পারি, তাহলে একটি ম্যাচ বেশী খেলতে পারবো আমরা। ভালো খেলতে চাই। ’
ঠিক এমন প্রতিপক্ষকে সামনে পেয়েও যদি একটি দুর্দান্ত জয় নিজেদের বগলদাবা করতে না পারে বাংলাদেশ তাহলে এর দাঁয়ভার কে নেবে?
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি ২০১৫