বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: রোববার বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ম্যাচটি মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচে মুখোমুখি হয় বাহরাইন বনাম সিঙ্গাপুর।
ম্যাচরে শুরু থেকেই বিচ্ছিন ভাবে খেলতে থাকে দুই দল। একাধিক গোলের সুযোগ পেলেও ফরোয়ার্ডদের ভুলে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। ৩৭ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ মিস করে টুর্নামেন্টের হট ফেভারিট দল বাহরাইন।
সিঙ্গাপুরের দলগত আক্রমণের কোন নমুনা দেখা যায়নি মাঠ জুড়ে। ফলে নির্ধাবিত সময় শেষে গোলশূন্য ভাবেই বিরতিতে যায় দুই দল।
মধ্যপ্রাচ্যের দল বাহরাইনকে বিবেচনা করা হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে। কারণ ফিফা র্যাংকিংয়ে অনেক এগিয়ে বাহরাইন। দুটি দলই অনূর্ধ্ব-২৩ হলেও শক্তি ও যোগ্যতার বিচারে এগিয়ে বাহরাইনই।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি ২০১৫