ঢাকা: অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা এ নিয়ে পাঁচবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন।
মেলবোর্ন পার্কে মারেকে ৭-৬(৭-৫), ৬-৭(৪-৭), ৬-৩ ও ৬-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন জোকোভিচ। প্রথম দুই সেটে দু’জনের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বীতা হয়। দুই সেটই টাই হয়। প্রথমটিতে জোকোভিচ জিতলেও দ্বিতীয় সেটটি জিতে নেয় মারে। শেষ পর্যন্ত চতুর্থ সেটে গিয়ে ম্যাচের নিষ্পত্তি ঘটে।
জোকোভিচ যে বিশ্বের এক নাম্বার টেনিস তারকা তা জানান দিয়েছেন তৃতীয় ও চতুর্থ সেটে। এই দুই সেটে ব্রিটিশ নাম্বার ওয়ান মারে পাত্তাই পাননি। তৃতীয়টিতে ৬-৩ ও পরেরটিতে একচেটিয়া ৬-০ ব্যবধানে জিতে নেয় জোকোভিচ।
উল্লেখ্য, জোকোভিচ ও মারে এ পর্যন্ত ২৪ বার একে অপরের মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ১৬ বারই জিতেছেন সার্বিয়ান তারকা জোকোভিচ।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘন্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫