ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

খেলা

দর্শক খরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, ফেব্রুয়ারি ১, ২০১৫
দর্শক খরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপের তিনটি মাচেই কম বেশী দর্শকের উপস্থিতি ছিল মাঠে। কিন্তু ঢাকায় ফিরে সেই দর্শক নেই।

ঢাকার মাঠের সেই একই গল্পের পূনরাবৃত্তি ঘটল! সিঙ্গাপুর বনাম বাহরাইনের মধ্যকার ম্যাচে, মাঠে দর্শক বলতে নেই।

দর্শকের থেকে মাঠে বেশী আছেন নিরাপত্তা বাহিনী, আয়োজক ও গণমাধ্যমকর্মীরা। খুব বেশী হলে ১ হাজার দর্শক এসেছেন মাঠে। কারণ হিসেবে প্রথমেই আসছে নিরাপত্তা বিষয়টি। দেশ জুড়ে চলছে টানা তিন দিনের হরতাল। তার উপর অবরোধ তো আছেই।

আগামীকাল সোমবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে হয়তো দর্শক খরা কাটবে ঢাকার মাঠের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামী কাল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচটি শুরু হবে বিকেল ৫ টায়।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।