ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

খেলা

ইন্দো-বাংলা বাংলাদেশ গেমসের ক্যাম্প শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৪, ফেব্রুয়ারি ২, ২০১৫
ইন্দো-বাংলা বাংলাদেশ গেমসের ক্যাম্প শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী এপ্রিলে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ইন্দো-বাংলা বাংলাদেশ গেমস ২০১৫। মোট নয়টি ডিসিপ্লিন নিয়ে অনুষ্ঠিত হবে ইন্দো-বাংলা বাংলাদেশ গেমস।

  এই গেমসকে সামনে রেখে রোববার থেকে ৯টি ডিসিপ্লিনের ক্যাম্প শুরু হয়েছে।

অ্যাথলেটিকস (পুরুষ ও মহিলা), শ্যুটিং (পুরুষ ও মহিলা), সুইমিং (পুরুষ ও মহিলা), ভলিবল (পুরুষ), ব্যাডমিন্টন (পুরুষ ও মহিলা), বক্সিং (পুরুষ), ফুটবল (মহিলা), কাবাডি (মহিলা), জিমন্যাস্টিকস (পরুষ) এই নয়টি ডিসিপ্লিন রয়েছে এবারের আসরে।

রোববার ভলিবল, বক্সিং ও কাবাডি অনুশীলন ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন বিওএর উপ-মহাসচিব মো. মিজানুর রহমান মানু, এসএম ইমতিয়াজ খান বাবুল, আশিকুর রহমান মিকু এবং কোষাধাক্ষ্য কাজী রাজীবউদ্দীন আহমেদ চপল।

ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন আর.বি. গ্রুপের অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় ওয়ালটনের পক্ষ থেকে বাংলাদেশ মহিলা কাবাডি দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারকে জার্সি দিয়ে উৎসাহিত করা হয়।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।