ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নাপোলির জয়ের রাতে হোঁচট খেল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
নাপোলির জয়ের রাতে হোঁচট খেল জুভেন্টাস ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান লিগে নাপোলি প্রত্যাশিত জয় পেলেও ড্রয়ের হতাশায় ভুগেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস। চিয়েভোর বিপক্ষে ২-১ গোলের জয় পায় নাপোলি।

‍অপর ম্যাচে উদিনেসের সঙ্গে গোলশূণ্য ড্র করে জুভিরা।

নাপোলি-চিয়েভো ম্যাচটি এক অর্থে নাটকীয়তায় ভরপুর ছিল। দু’দলের তিন গোলের মধ্যে দু’টিই আত্মঘাতী। প্রথমার্ধের ১৮ মিনিটে ডিফেন্ডার বসজানের আত্মঘাতী গোলে লিড নেয় নাপোলি। এর সাত মিনিট পর  নাপোলির উরুগুয়েইন ডিফেন্ডার মিগুয়েল ব্রাইটস একই ভুল করলে সমতায় ফেরে স্বাগতিক চিয়েভো।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে নাপোলির হয়ে জয়সূচক গোলটি করেন ইতালির তরুণ স্ট্রাইকার মানোলো গাব্বিয়াদিনি। শেষদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও হিগুয়েইনরা কাজে লাগাতে পারেনি। তাই ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রাফায়েল বেনিতেজের শিষ্যরা।

অপর ম্যাচে উদিনেসের মাঠে গিয়ে পয়েন্ট ভাগাভাগি করে বাড়ি ফেরে জুভেন্টাস। তেভেজ-পিরলো-পগবা কেউই কাঙ্খিত গোলের দেখা পায়নি। ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও পুরো সময়ে গোলপোস্টে মাত্র দু’টি শট নিতে পেরেছে জুভিরা। এ ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি জুভেন্টাসের চিলিয়ান মিডফিল্ডার আরতুরো ভিদাল।

প্রথমার্ধ শেষের আগ মুহূর্তে জুভেন্টাসের আর্জেন্টাইন মিডফিল্ডার রবার্তো পেরেইরার একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে আরেক আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ একটি সহজ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। ফ্রেঞ্চ তারকা পল পগবাও সুযোগ হাতছাড়‍া করেন। ভাগ্যই মনে হয় জুভিদের পক্ষে ছিল না। তাই শেষ পর্যন্ত ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা গোলশূণ্য ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে ।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘন্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।