ঢাকা: লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর গতকাল ব্যক্তিগত কারণে বার্সার অনুশীলনে অনুপস্থিত ছিলেন লিওনেল মেসি। যদিও ক্লাব কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই দলের অনুশীলনে যোগ দেননি এই আর্জেন্টাইন তারকা।
ভিয়ারিয়ালের বিপক্ষে গত রোববারের ম্যাচে দু’বার পিছিয়ে থেকেও মেসির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। ৩-২ গোলের জয়ে কাতালানদের হয়ে বাকি দুই গোল করেন ব্রাজিলিয়ান নেইমার ও রাফিনহা।
এমনিতে বার্সার অনুশীলনে সচরাচর এমনটি ঘটে না। দলের সবাই একসঙ্গেই অনুশীলন করে থাকেন। কিন্তু, ব্যক্তিগত কারণ দেখিয়ে ম্যাচ পরবর্তী অনুশীলন থেকে নিজেকে বিরত রাখেন মেসি। তবে, ঠিক কি কারণে অনুশীলনে যাননি তা জানা যায়নি।
মেসি ছাড়াও বার্সার তিন ব্রাজিলিয়ান নেইমার, দানি আলভেজ ও ডগলাস অনুশীলন ক্যাম্পের বাইরে রয়েছেন। সবাই আলাদাভাবে ব্যায়ামাগারে সময় দিচ্ছেন।
লিগে আগামী এক সপ্তাহের মধ্যে বার্সার খেলা না থাকায় কোচ লুইস এনরিক ফুটবলারদের কিছু সময়ের জন্য ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। ফেব্রুয়ারির ৯ তারিখে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে মেসি-নেইমাররা।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫