ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে চায় থাইরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে চায় থাইরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের আলোচনার মূল বিষয় ছিল সেমিতে বাংলাদেশ বনাম থাইল্যান্ডের ম্যাচ নিয়ে। তাই ঘুরে ফিরে আসে একই বিষয় কি ভাবছেন বাংলাদেশ নিয়ে।



সংবাদ সম্মেলনের শুরুতে থাইল্যান্ডের কোচ ফমরাত চকতাভি বলেন,‘আমি ছেলেদের খেলায় সন্তুষ্ট। ওরা ভালো খেলেছে। গত দুই ম্যাচে জয় পেয়েছে, কিন্তু তার পরেও অনেক জায়গায় সমস্যা আছে। '

'এই টুর্নামেন্টে আমাদের লক্ষ্য থাকবে আরো বেশী ম্যাচে অংশ নেয়া। এই টুর্নামেন্ট দিয়ে আমরা অলিম্পিক আসরের কোয়ালিফাইং রাউন্ডের প্রস্তুতি সেরে নিচ্ছি। ’যোগ করেন থাই কোচ।

সেমিফাইনাল নিয়ে কি ভাবছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যে চার দল উঠেছে সবাই যোগ্য দল হিসেবেই উঠেছে। আর বাংলাদেশের বিপক্ষে খেলা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ। আগামী ম্যাচেও আমাদের লক্ষ্য থাকবে ভালো খেলা। '
 
আর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া বাহরাইনের কোচ এড্রিয়ান রিচার্ড হোয়াইটব্রেড বলেছেন,‘এই টুর্নামেন্টে আমরা ভালো খেলার চেষ্টা করেছি। যদিও ছেলেরা স্কোর করতে পারেনি বলে হেরেছি। ’

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।