ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে রাগবি প্রশিক্ষক ও রেফারিজ প্রশিক্ষণ কোর্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
শুরু হচ্ছে রাগবি প্রশিক্ষক ও রেফারিজ প্রশিক্ষণ কোর্স

ঢাকা: বাংলাদেশ রাগবি ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল বৃহস্পতিবার থেকে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে শুরু হচ্ছে পাঁচ দিন ব্যাপি রাগবি প্রশিক্ষক ও রেফারিজ প্রশিক্ষণ কোর্স-২০১৫। সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়।



এবারের এই রাগবি কোচেস ও রেফারিজ কোর্সে শারীরিক শিক্ষা কলেজের ১২৫ জন শিক্ষার্থী ও বিভিন্ন স্কুল-কলেজের ক্রীড়া শিক্ষকসহ মোট ১৪৫ জন এই প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছেন।  

পাঁচ দিন ব্যাপি এই কোর্স পরিচালনা করবেন আইআরবি লেভেল ওয়ান প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল  আলীম ও শাহাদাত হোসেন।  

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।