ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জার্মান গোলরক্ষক কোচ নিয়ে ঢাকায় আসছেন ক্রুইফ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
জার্মান গোলরক্ষক কোচ নিয়ে ঢাকায় আসছেন ক্রুইফ

ঢাকা: এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের দায়িত্ব নিতে আবারও ঢাকায় পা রাখছেন ডাচম্যান লোডভিক ডি ক্রুইফ। সবকিছু ঠিক থাকলে আগামীকাল (বৃহস্পতিবার) ভোর ৫টায় তাকির্শ এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকায় আসার কথা রয়েছে তার।



বুধবার বাংলানিউজকে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘সব ঠিক থাকলে আগামীকাল(বৃহস্পতিবার) সকালে ঢাকা আসছেন ক্রুইফ। সাথে একজন গোলরক্ষক কোচও আসছেন। তিনি ‍অ-২৩ জাতীয় দলের দ্বায়িত্ব ভার গ্রহণ করবেন। ’

বঙ্গবন্ধু গোল্ডকাপের তৃতীয় আসরে সেমিফাইনালের টার্গেট নিয়ে খেলতে নেমে ফাইনালে উঠে যায় বাংলাদেশ ফুটবল দল। আর ফাইনালে মালয় যুবাদের কাছে শিরোপা হাতছাড়া হয় বাংলাদেশের। এ সাফেল্যের পর এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে যুবদলের দ্বায়িত্ব নিতে প্রস্তাব দেয়া হয় ক্রুইফকে। এবং তিনি এ প্রস্তাবে সম্মতি প্রদান করেন। দেশে পৌঁছেই তিন যুবাদের দ্বায়িত্ব ভার গ্রহণ করবেন। আপাতত ঢাকার একটি হোটেলে উঠবেন তিনি।

উল্লেখ্য, বুধবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সহক‍ারী কোচ সাইফুল বারী টিটুর অধীনে অনুশীলন করে যুবারা।

১৪ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন চলবে যুব দলের। এরপর ১৫ মার্চ দলকে নিয়ে চলে যাবেন সাভারের জিরানির বিকেএসপিতে। সেখানে অনুশীলন চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত।

ক্রুইফ এবার সঙ্গে করে একজন গোলরক্ষক কোচ নিয়ে আসবেন যুবাদের উন্নত প্রশিক্ষনের জন্য। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল অফিসার হামিদুজ্জামান নোমান এই গোলরক্ষক প্রশিক্ষককে বিমান বন্দরে অভ্যর্থনা জানাবেন।

জাতীতে ডয়েশ (জার্মানদের জাতীয়তা) এবং হল্যান্ডে কাজ করার কারণে বাফুফে প্রথমে শোয়েচলারকে ডাচ ভেবেছিল। পরে জানা যায় তিনি জার্মান! ৩৬ বছর বয়স্ক (জন্ম : ১৯৭৮ সালের ১৬ সেপ্টেম্বর) গোলরক্ষক কোচের নাম ক্রিস্টিয়ান শোয়েচলার। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার অধিকারী জার্মানির এই গোলরক্ষক কোচ ইউরোপিয়ান (উয়েফা), আফ্রিকান (সিএফ) এবং এশিয়ান (এএফসি) সংস্থাগুলোর ক্লাব ও জাতীয় দলগুলোতে কোচিং করানোর অভিজ্ঞতা সম্পন্ন।

এমনকি তিনি কাজ করেছেন সুদানের আল-মেরিখ স্পোর্টিং ক্লাব (২০০৯-১০), লেবানন জাতীয় ফুটবল দল (২০১২-১৩) এবং সর্বশেষ সৌদি আরবের ইত্তিফাক ফুটবল ক্লাবে (২০১৩)।

আল-মেরিখের হয়ে কাজ করা সময় তার ক্লাব ২০১০ সালে জেতে সুদান কাপ। এছাড়া দলটি সিএএফ চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে উত্তীর্ণ হয়। শোয়েচলার ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মূলপর্বে লেবাননকে উন্নীত করার লক্ষ্যে নিয়োগপ্রাপ্ত হন ২০১২ সালে। তবে মূলপর্বে লেবনান যেতে না পারলেও দলটি তাদের ইতিহাসের সেরা সাফল্য পায় বাছাইপর্বে ইরানকে ১-০ গোলে হারিয়ে।

শোয়েচলারের ব্যক্তিগত ওয়েবসাইট ঘেঁটে জানা গেছে শোয়েচলার নিজ দেশের জার্মান স্পোর্ট ইউনিভার্সিটি কলোগনে থেকে পড়াশুনা করেছেন স্পোর্টস সাইন্স বিষয় নিয়ে। জার্মান ফুটবল এ্যাসোসিয়েশন (ডিএফবি) এবং রয়্যাল ডাচ ফুটবল একাডেমি এ্যাসোসিয়েশন(কেএনভিপি) থেকে গোলকিপিং সংক্রান্ত সনদপত্র লাভ করেন। ২০০৮-০৯ পর্যন্ত কাজ করেন জার্মান গোলকিপার স্কুলে। এছাড়া ২০০০-০৮ পর্যন্ত কাজ করেন জার্মান ফুটবল একাডেমিতে।

এছাড়া কোচ হিসেবে ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। কিন্তু ২০০৯ সালের আগে কোথায় কাজ করেছেন, তার কোন বিবরণ নেই!
 
উল্লেখ্য, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ২৭-৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব ২০১৬। এতে এশিয়ার ৪৩টি দেশ ১০টি গ্রুপে ভাগ হয়ে মুখোমুখি হচ্ছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং বিভিন্ন গ্রুপ মিলিয়ে ৫ সেরা রানার্সআপ দল আগামী ২০১৬ সালে কাতারে অনুষ্ঠিত এই আসরের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

বাছাইপর্বের ‘ই’ গ্রুপে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, সিরিয়া এবং উজবেকিস্তান।

এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ডাচ ও জার্মান এই কোচের দ্বৈরথে চেপে কতখানি সাফল্যের পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল?

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।