ঢাকা: সিলেটে বাফুফের একাডেমির কার্যক্রম দেখতে ফিফা প্রতিনিধি ভিনসেন্ট সুভাসিয়া এখন ৩৬০ আউলিয়ার দেশ সিলেটে। মঙ্গলবার বিকেলে ঢাকায় এসে বুধবার সকালে তিনি সিলেটে যান ফুটবল একাডেমি পরিদর্শনে।
সিলেটে গিয়ে তিনি দেখতে চান কেমন চলছে বাংলাদেশের প্রথম ফুটবল একাডেমির কার্যক্রম। সাধারণত একটা ফুটবল একাডেমি যেভাবে চলে এখানে ঠিক কিভাবে চলছে? সেখানে প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে কিনা? কোনকিছুর ঘাটতি রয়েছে কিনা? এ সকল বিয়ষ পর্যবেক্ষণ করে ফিফার নিকট একটি রিপোর্ট পেশ করবেন তিনি।
সিঙ্গাপুরের নাগরিক ভিনসেন্ট একাডেমি পরিদর্শনের আগে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও গিয়েছিলেন সিলেটে। ঢাকায় ফিরে বুধবার তিনি জানান ফিফার প্রতিনিধি কিছু সহযোগিতাও দিতে পারেন। সেটা হতে পারে বিদেশী কোচ দিয়েও।
এ সম্পর্কে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, ‘অচিরেই বাফুফে অনূর্ধ্ব-১৫ বা ১৬-এর একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে। সেখান থেকে ২০/২৫ ফুটবলারকে বাছাই করে যুক্ত করা হবে সিলেট ফুটবল একাডেমিতে।
উল্লেখ্য, বাফুফের অনুরোধের প্রেক্ষিতেই ফিফা প্রতিনিধি ভিনসেন্টে ফুটবল একাডেমি পরিদর্শনে আসেন ।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫