ঢাকা: ইন্দো-বাংলা গেমসের চতুর্থ আসর পিছিয়ে গেছে মে মাস পর্যন্ত। চলতি বছর এপ্রিলে এই আসর ঢাকাতে অনুষ্ঠিত হবার কথা ছিল।
গত বছর নভেম্বরে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন ও বেঙ্গল অলিম্পিক এ্যাসোসিয়েশন এই সময় নির্ধারণ করে। কিন্তু নির্ধারিত সময়ে হচ্ছে না আসরটি।
ইন্দো-বাংলা গেমসের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৭-১০ মে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু বিষয়টি নিশ্চিত করেছে।
সকল প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ফলে নির্ধারিত সময় হচ্ছে না ইন্দো-বাংলা গেমস। গত বছরের নভেম্বরে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত ব্যানার্জির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরের আসে। দলটি এপ্রিলে ইন্দো-বাংলা গেমসের চতুর্থ আসর আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে।
বিওএ’র ভারপ্রাপ্ত মহাসচিব মিকু এ সম্পর্কে জানান , ‘এপ্রিলে ইন্দো-বাংলা অনুষ্ঠিত হচ্ছে না। ৭-১০ মে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আর দুই পক্ষই নতুন তারিখের পক্ষে সম্মতি দিয়েছে। ’
তবে আশার কথা হচ্ছে, গেমস পিছালেও অনুশীলন ক্যাম্প অব্যাহত থাকবে। যারা যেভাবে প্রস্তুতি নিচ্ছিলেন সেভাবেই চলবে।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে শুরু হয়েছিল ইন্দো-বাংলা গেমস। এর প্রথম আসর বসে কলকাতায়। আর দ্বিতীয় আসর হয়েছিল ঢাকায়, ২০০৮ সালে। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে কলকাতায় বসে তৃতীয় আসর। চতুর্থ আসরটি ঢাকায় হওয়ার কথা ছিল।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫