ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নকআউট পর্ব থেকেই চেলসির বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
নকআউট পর্ব থেকেই চেলসির বিদায়

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের গত আসরের কোয়ার্টার ফাইনালে হারের বদলা নিল প্যারিস সেইন্ট জার্মেই। চেলসিকে তাদের মাঠেই নকআউট পর্ব থেকে বিদায় করে দিয়ে কোয়ার্টারে উঠে গেল পিএসজি।



স্ট্যামফোর্ড ব্রিজে উত্তেজনাপূর্ণ দ্বিতীয় লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও অ্যাওয়ে গোলের সুবাদে পরের রাউন্ড নিশ্চিত করে পাস্তোরে-কাভানিরা। এর আগে পিএসজির মাঠে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

প্রথমার্ধ গোলশূণ্য ড্র থাকলেও ৩১ মিনিটে পিএসজির তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ লাল কার্ড দেখায় ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কারকে ট্যাকল করলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মাঠ ছাড়েন ইব্রা। এছাড়াও পুরো ম্যাচে দু’দলের মোট সাতজন ফুটবলার হলুদ কার্ড দেখেন।

দশজনের দলে পরিণত হলেও পিএসজির রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় স্বাগতিকরা। ৮১ মিনিটের মাথায় দিয়োগো কস্তার অ্যাসিস্টে চেলসিকে স্বস্তির গোল এনে দেন ইংলিশ ডিফেন্ডার গ্যারি কাহিল। পাঁচ মিনিট পরেই ইজেকুয়েল লাভেজ্জির অ্যাসিস্ট থেকে পিএসজিকে সমতায় ফেরান সাবেক চেলসি ডিফেন্ডার ডেবিড লুইজ। নির্ধারিত সময় শেষে ১-১ সমতা থাকায় অতিরিক্ত সময়ে খেলা গড়ায়।

ত্রিশ মিনিটের অতিরিক্ত সময়ের ছয় মিনিটেই পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা। স্পট কিক থেকে ব্লুজদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন এডেন হ্যাজার্ড। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি পিএসজি। ১১৪ মিনিটের সময় দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে সমতায় ফেরে লঁরা ব্ল্যাঁর শিষ্যরা। থিয়াগো মোত্তার কর্ণার কিক থেকে হেডে গোল করেন থিয়াগো সিলভা।

শেষ কয়েক মিনিটে আক্রমনের ধার বাড়িয়েও আর গোলের দেখা পায়নি হ্যাজার্ড-ফ্যাব্রিগাসরা। তাই ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার লজ্জা নিয়েই মাঠ ছাড়ে মরিনহোর শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘন্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।