ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শাখতারকে বিধ্বস্ত করে কোয়ার্টারে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
শাখতারকে বিধ্বস্ত করে কোয়ার্টারে বায়ার্ন

ঢাকা: প্রথম লেগে গোলশূণ্য ড্র করলেও দ্বিতীয় লেগে রীতিমত গোল উৎসবে মাতে বায়ার্ন মিউনিখ। ইউক্রেনের ক্লাব শাখতার দোনেস্ককে ৭-০ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পেপ গার্দিওলার শিষ্যরা।



অ্যালিয়াঞ্জ অ্যারেনায় খেলা শুরুর তিন মিনিটের মাথায় মারিও গোতজেকে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শাখতার ডিফেন্ডার ওলেক্সান্ডার কুচের। স্পট কিক থেকে বায়ার্নের গোল উৎসবের সূচনা করেন থমাস মুলার। দশজনের দলে পরিণত হওয়ায় শাখতারের ওপর এক কথায় স্টিম রোলার চালায় মুলার-রিবেরিরা।

জেরোম বোয়েটেংয়ের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় ডেবিড আলাবার অ্যাসিস্টে লিড বাড়ান ফ্রাঙ্ক রিবেরি। দুই মিনিট পরেই নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল আদায় করে নেন মুলার। ৬৩ মিনিটে জার্মান ডিফেন্ডার হোলগার বাডসটিউবারের গোলে পাঁচ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে বাস্তিয়ান শোয়েইনস্টেইগারের বাড়ানো বলে ৬-০ নিশ্চিত করেন রবার্ট লেভানডফস্কি। ৮৭ মিনিটে জেরোম বোয়েটেংয়ের অ্যাসিস্ট থেকে শাখতারের বুকে শেষ পেরেকটি ঠুকে দেন জার্মান উইঙ্গার মারিও গোতজে।

বড় জয় নিয়ে মাঠ ছাড়লেও দলের অন্যতম তারকা আরিয়েন রোবেন ও রিবেরি ইনজুরিতে ভোগেন। যার দরুণ প্রথমার্ধের ১৯ মিনিটে ডাচ স্ট্রাইকার রোবেন ও দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ফ্রেঞ্চ তারকা রিবেরি মাঠ ছাড়েন। তবে, ইনজুরি কতটা গুরুতর তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘন্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।