ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

খেলা

টাইগারদের শুভকামনায় খুলনায় পতাকাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, মার্চ ১২, ২০১৫
টাইগারদের শুভকামনায় খুলনায় পতাকাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের শুভকামনায় খুলনায় পতাকাযাত্রা ও মানববন্ধন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘আগুয়ান-৭১’।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টায় নগরীর রয়েলের মোড়ে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।



৬০ গজ দৈর্ঘ্য বাংলাদেশের পতাকা হাতে মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় ক্রিকেট দলের মঙ্গল কামনায় সবার উচিত বাংলাদেশের পতাকা ওড়ানো। লাল সবুজের এ পতাকা আমাদের অহংকার। আমরা কারণে-অকারণে বিদেশিদের পতাকা ও জার্সি ব্যবহার করি, কিন্তু আমাদের জাতীয় দলকে প্রেরণা দিতে নিজেদের পতাকাই ব্যবহার করি না।

বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেটদলের খেলোয়াড়দের প্রাণঢালা অভিনন্দন জানান তারা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন।

এছাড়া সংগঠনের নেতা-কর্মীরাও কর্মসূচিতে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।