ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

খেলা

শীর্ষে জার্মানি, বাংলাদেশের অবনমন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, মার্চ ১২, ২০১৫
শীর্ষে জার্মানি, বাংলাদেশের অবনমন

ঢাকা: সর্বশেষ (১২ মার্চ) প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ব্রাজিল বিশ্বকাপের রানার্সআপ দল আর্জেন্টিনা রয়েছে জার্মানির ঠিক পরেই।

শীর্ষ নয় দেশের র‌্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি।

দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে উঠে এসেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। এক ধাপ পিছিয়ে শীর্ষ দশ থেকে এগারোতে নেমেছে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন।

জোয়াকিম লো’র জার্মানি ১৭৭০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে। আর লিওনেল মেসির আর্জেন্টিনার সংগ্রহ ১৫৭৭ রেটিং পয়েন্ট।

১৪৯৯ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল তারকা জেমস রদ্রিগেজের কলম্বিয়া। তাদের পরের স্থানটি ধরে রেখেছে ১৪৭১ রেটিং পয়েন্ট অর্জন করা বেলজিয়াম। পঞ্চম স্থানে রয়েছে নেদারল্যান্ডস। ডাচদের সংগ্রহ ১৪১৫ পয়েন্ট। আর ষষ্ঠ স্থানে রয়েছে নেইমারের ব্রাজিল। সেলেকাওদের অর্জন ১৩৪৮ পয়েন্ট।

সপ্তম থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে পর্তুগাল (১১৯১), ফ্রান্স (১১৮০), উরুগুয়ে (১১৬৪) ও ইতালি (১১৪৬)।

স্পেন ও ইংল্যান্ড ছাড়া বিশ্বচ্যাম্পিয়ন সবগুলো দেশই শীর্ষ দশে রয়েছে। ১৯৬৬ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে ১৭ নম্বরে রয়েছে।

উল্লেখ্য, এবারের প্রকাশিত র‌্যাংকিংয়ে সর্বোচ্চ ১১ ধাপ এগিয়ে ১৩১ নম্বরে রয়েছে বার্বাডোস। অপরদিকে, সর্বোচ্চ ২৫ ধাপ পিছিয়ে ১৬৪ নম্বরে লেবানন। ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া আগের (৩৩) অবস্থানেই রয়েছে। আর ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারও তাদের আগের (১০৯) অবস্থান ধরে রেখেছে।

এদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপের মতো বড় আসরে ফাইনালে খেললেও মামুনুল ইসলামের বাংলাদেশ ১১২ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ ধাপ পিছিয়ে ১৬২ নম্বরে নেমে গেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘন্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।