ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্কুল হকিতে একমাত্র জয় রিচি উচ্চ বিদ্যালয়ের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
স্কুল হকিতে একমাত্র জয় রিচি উচ্চ বিদ্যালয়ের ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা ২০১৫ এর চূড়ান্ত পর্বের ৪টি খেলা বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবারের খেলায় একমাত্র জয় পেয়েছে রিচি উচ্চ বিদ্যালয়।

এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়কে তারা ৩-২ গোলে হারায়।

এছাড়া বাকি তিনটি খেলায় জয় পায়নি কোনো দল। ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় ড্র করে বাইতুশ শরফ জব্বারিয়া একাডেমীর বিপক্ষে। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। অন্য ম্যাচে দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় ৩-৩ গোলে ড্র করে বিএএফ শাহীন স্কুল, ঢাকার বিপক্ষে।

আর পুলিশ লাইন্স স্কুল, ফদিরপুর ১-১ গোলে ড্র করে জে এম সেন উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে।

আজকের খেলা শেষে ‘গ’ প্রুপ থেকে ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। আর ‘ঘ’ গ্রুপ থেকে জেএমসে উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম ও ফরিদপুর পুলিশ লাইন্স এর পয়েন্ট সমান (৭) হওয়ায় গোল ব্যবধানে জেএম সেন উচ্চ বিদ্যালয় কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ইতোপূর্বে ‘ক’ গ্রুপ থেকে রফিকউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল, কুমিল্লা ও ‘খ’ গ্রুপ থেকে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় জয়পুরহাট কোয়ার্টার নিশ্চিত করেছে।

শুক্রবার গ্রুপের আরও চারটি খেলা অনুষ্ঠিত হবে। ভিজে সরকারী উচ্চ বিদ্যালয় লড়বে বিএএফ শাহীন স্কুল, চট্টগ্রামের বিপক্ষে। আহমেদ বাওয়ানী একাডেমী খেলবে মুসলিম মিশনের বিপক্ষে। আর দিনাজপুর জেলা স্কুল মাঠে নামবে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে। দুপুর চারটায় দিনের শেষ ম্যাচে মিউনিসিপ্যাল প্রিটারেটরী স্কুল খেলবে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ১২ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।