ঢাকা: আগামী মে মাসে তাজিকিস্তানে অনুষ্ঠিতব্য ‘এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্ট’-এ বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দল অংশ নেবে। এ লক্ষ্যে গত সেপ্টেম্বরে দলগঠনের জন্য দেশব্যাপী ট্রায়ালের মাধ্যমে ২০ সদস্যের একটি অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবল দল গঠন করা হয়।
বর্তমানে দলটি সিলেটে অবস্থিত বাফুফে ফুটবল একাডেমিতে প্রশিক্ষণরত। দলটিকে আরও শক্তিশালী করার জন্য অনূর্ধ্ব-১৪ ফুটবলার বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে কর্তৃপক্ষ।
আগের ট্রায়ালে জেএসসি পরীক্ষার কারণে যে সব খেলোয়াড় অংশ নিতে পারেনি, তারাসহ বিভিন্ন জেলা/একাডেমী/বিকেএসপিতে যদি নতুন বিশেষ কোন প্রতিভাবান অনূর্ধ্ব-১৪ খেলোয়াড় থাকে তবে তারা আগামী ১৫ মার্চ সকাল ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজ উদ্যোগে ট্রায়ালে অংশ নিতে পারবে।
আর যেসব খেলোয়াড় আগের ট্রায়ালে অংশ নিয়েছিল, তারা নতুন করে অংশ নিতে পারবে না। যেসব খেলোয়াড় ১ জানুয়ারি ২০০১ সালে বা তার পরে জন্মগ্রহণ করেছে, কেবল তারাই ট্রায়ালে অংশগ্রহণের সুযোগ পাবে। ট্রায়ালে অংশগ্রহণকারী খেলোয়াড়দের দুই কপি ছবি ও জন্ম নিবন্ধনপত্র সঙ্গে আনতে হবে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ১২ মার্চ ২০১৫