ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

খেলা

পেলের চোখে নেইমারই ভবিষ্যৎ তারকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৯, মার্চ ১৩, ২০১৫
পেলের চোখে নেইমারই ভবিষ্যৎ তারকা সংগৃহীত

ঢাকা: ব্রাজিল কিংবদ্বন্তি ফুটবলার পেলে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি আর পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে একধাপ এগিয়ে রাখলেন ব্রাজিল অধিনায়ক নেইমারকে। তার মতে, মেসি-রোনালদোর মতো নেইমারও সেরা ফুটবলারদের কাতারে রয়েছে।



বার্সেলোনার হয়ে খেলা আর্জেন্টাইন মেসি চারবার ব্যালন ডি’অর জিতেছে। ২০০৯ সাল থেকে ২০১২ নাল পর্যন্ত একটানা এ পুরস্কারটি পান মেসি। আর গত দু’বারের ব্যালন ডি’অর জিতেছেন রোনালদো। ব্রাজিল তারকা নেইমার এখন পর্যন্ত ব্যালন ডি’অর জিততে পারেননি।

পেলে বলেন, মেসি বর্তমান বিশ্ব ফুটবলে প্রভাব বিস্তারকারী একজন খেলোয়াড়। আর রোনালদো এ গ্রহের অসাধারণ একজন ফুটবলার। তবে, নেইমারের মাঝেই আমি বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।

তিনি আরও যোগ করেন, আর কিছুদিন পর মেসি এবং রোনালদোকে টপকে যাবে নেইমার। সে বার্সেলোনা এবং ব্রাজিল দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হবে। ভবিষ্যতে নেইমারকে আমি এক নম্বরেই দেখতে পাচ্ছি।

আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম নেইমার বার্সার হয়ে খেলেছেন ৪৯ ম্যাচ। কাতালানদের হয়ে তিনি গোল করেছেন ২৬টি। আর জাতীয় দলের হয়ে ৬০ ম্যাচ খেলে নেইমার গোল করেছেন ৪২টি।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।