ঢাকা: রানার গ্রুপ ৩০তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০১৫ প্রতিযোগিতায় শুক্রবার(১৩ মার্চ) তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়। এ পর্ব শেষে পারের চেয়ে ৭ স্ট্রোক কম খেলে বাংলাদেশের অপেশাদার গলফার সজিব আলী পুরুষ এককের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন।
গত দুই দিনের খেলার ধারবাহিকতা বজায় রেখে শুক্রবার আরও ভাল খেলে তিনি শীর্ষ স্থান দৃঢ় করেছেন। তিনি তিন রাউন্ডের স্কোর যথাক্রমে ৭০ + ৬৯ + ৬৫ = ২০৪ যা পারের চেয়ে ১২ স্ট্রোক কম। সজিব নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৯ স্ট্রোক এগিয়ে আছেন।
তৃতীয় রাউন্ডে থাইল্যান্ডের সাডম কাইওয়াকানজানা পারের চেয়ে ৬ স্ট্রোক কম(৬৬)খেলেছেন। গত দুই দিনের তুলনায় আজ চমৎকার নৈপূন্য প্রদর্শন করে তিনি দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন। ৩য় রাউন্ড শেষে তিনি(৭৫ + ৭২ + ৬৬ = ২১৩)পারের চেয়ে ৩ স্ট্রোক কম খেলেছেন।
বালাদেশের উদীয়মান এ্যমেচার গলফার দিল মোহাম্মদ ৩য় রাউন্ডে পারের চেয়ে ৩ স্ট্রোক কম(৬৯)খেলে ব্যক্তিগত শিরোপার লড়াইটি জমজমাট করে তুলেছেন। তিন রাউন্ডে তিনি লেভেল পার(৭৩ + ৭৪ + ৬৯)২১৬ খেলেছেন যা ২য় স্থানে অবস্থানকারী থাইল্যান্ডের গলফারের চেয়ে মাত্র ৩ স্ট্রোক বেশী।
মহিলা এককের ১ম রাউন্ডে শেষে থাইল্যান্ডের মিস পারিন্দা ফোকান পারের চেয়ে ১ স্ট্রোক কম(৭১)খেলে মহিলা এককের শীর্ষে অবস্থান করছেন। পারের চেয়ে ১ স্ট্রোক বেশী(৭৩)খেলে তারই স্বদেশী মিস কানিয়ালাক প্রিদাসুত্থিজিত দ্বিতীয় স্থানে রয়েছেন।
অপরদিকে বাংলাদেশের মিস জাকিয়া সুলতানা পারের চেয়ে ৩ স্ট্রোক বেশী (৭৫)খেলে তৃতীয় স্থানে রয়েছেন। দলগত ইভেন্টে মিস পারিন্দা ফোকান এবং মিস কানিয়ালাক প্রিদাসুত্থিজিত সমন্বয়ে গঠিত থাইল্যান্ড মহিলা দল পারের সমান খেলে (৭১ + ৭৩) ১৪৪ গ্রস স্কোর করে শীর্ষ অবস্থানে রয়েছেন।
মেস জাকিয়া সুলতানা ও মিস লিজা আক্তার এর সমন্বয়ে গঠিত বাংলাদেশ মহিলা এ দল(৭৫ + ৮৪)১৫৯ গ্রস স্কোর নিয়ে ২য় অবস্থানে রয়েছেন। মিস সোনিয়া আক্তার ও মিস নাসিমা আক্তার সমন্বয়ে গঠিত বাংলাদেশ মহিলা ’বি’ দল(৮০ + ৮০)১৬০ গ্রস স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। দুই রাউন্ড শেষে মহিলা দলগত ইভেন্টের চুড়ান্ত ফলাফল নির্ধারণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫