ঢাকা: চিরচেনা শিষ্যদের মাঝে আবারো ক্রুইফ। বঙ্গবন্ধু গোল্ডকাপের সাফল্যের ফল হিসেবে এবার যুব দলটির হাল ধরেছেন তিনি।
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ২৭-৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব ২০১৬। ’ এতে এশিয়ার ৪৩টি দেশ ১০টি গ্রুপে ভাগ হয়ে মুখোমুখি হচ্ছে। আর ‘ই’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ লড়বে ভারত, সিরিয়া এবং উজবেকিস্তানের বিপক্ষে।
অনুশীলন পর্বে জার্মান গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার নিমগ্ন ছিল তার ছয় গোলরক্ষককে নিয়ে। বর্তমানে দলটিতে আছে মোট ৩৬ জন খেলোয়াড়। এখান থেকে ছোট হয়ে আসবে দলটি। সম্ভাব্য ২৪/২৫ জনে নেমে আসবে।
ক্রুইফের অধীনে অনুশীলনের প্রথম দিনই দলটিকে তাদের সম্ভাব্য প্রতিপক্ষের বিষয়ে সতর্ক করছেন কোচ। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেছেন, ভালো খেলা বিকল্প নেই। আর একটি জয় আর একটি ড্র ছাড়া টুর্নামেন্টে সাফল্য ধরা দিবে না। তাই প্রস্তুত হও একটি লড়াইয়ের জন্য।
দলের অন্যতম খেলোয়াড় ওয়াহেদ আহমেদ বাংলানিউজকে জানালেন, ‘ক্রুইফের অধীনে বেশ ভালোই অনুশীলনে মত্ত আছে খেলোয়াড়গণ। কোচের সাথে আমাদের বোঝা পড়াটাও আগে থেকেই বেশ ভালো। আর প্রতিপক্ষ যেহেতু খুবই শক্তিশালী তাই আমাদেরকেও বেশ ভালো ভাবেই প্রস্তুতি নিতে হবে। ’
তবে চোট সমস্যার কারণে এখনই মাঠে নামতে পারছে না ডাচম্যান ক্রুইফের অবিস্কার বাংলাদেশ জাতীয় দলের ফরোয়র্ড হেমন্ত ভিনসেন্ট। বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল ম্যাচের আগে চোটে পেয়েছিলেন তিনি। তবে এখনও পুরোপুরি সুস্থ নন হেমন্ত।
বাংলানিউজতকে তিনি জানলেন, ‘ কোচ আমাকে বলেছে বিশ্রাম নিতে। পুরোপুরি সুস্থ হয়েই মাঠে নামতে। আমাদের প্রতিপক্ষ দলগুলো বেশ শক্তিশালী। তাই এ টুর্নামেন্টে আমাদের ভালো খেলে জয় ছিনিয়ে আনতে হবে। ’
সাভারের জিরানির বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে(বিকেএসপি)ক্যাম্প হওয়ার কথা থাকলেও ১৫ মার্চের আগে সেখানে ৩৭ খেলোয়াড়ের জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা হচ্ছে না। ফলে আপাতত ঢাকার একটি হোটেলে অবস্থান করে এখান থেকেই অনুশীলন চালিয়ে যাচ্ছে দলটি।
উল্লেখ্য, এই প্রথম কোন জার্মান গোলরক্ষক কোচের অধীনে অনুশীলন করছে বাংলাদেশের যুবারা। জাতীতে ডয়েশ(জার্মানদের জাতীয়তা)এবং হল্যান্ডে কাজ করার কারণে বাফুফে প্রথমে শোয়েচলারকে ডাচ ভেবেছিল। পরে জানা যায় তিনি জার্মান! ৩৬ বছর বয়স্ক (জন্ম : ১৯৭৮ সালের ১৬ সেপ্টেম্বর)গোলরক্ষক কোচের নাম ক্রিস্টিয়ান শোয়েচলার। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার অধিকারী জার্মানির এই গোলরক্ষক কোচ ইউরোপিয়ান(উয়েফা), আফ্রিকান(সিএফ)এবং এশিয়ান(এএফসি)সংস্থাগুলোর ক্লাব ও জাতীয় দলগুলোতে কোচিং করানোর অভিজ্ঞতা সম্পন্ন। এমনকি তিনি কাজ করেছেন সুদানের আল-মেরিখ স্পোর্টিং ক্লাব (২০০৯-১০), লেবানন জাতীয় ফুটবল দল (২০১২-১৩) এবং সর্বশেষ সৌদি আরবের ইত্তিফাক ফুটবল ক্লাবে (২০১৩)।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫