ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মরিনহোর খোঁচা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
মরিনহোর খোঁচা মরিনহো

ঢাকা: সুযোগ পেলেই অন্যকে কথার তীরে বিদ্ধ করেন হোসে মরিনহো। খোঁচা মেরে কথা বলার অভ্যাসটা তার বেশ পুরনো।

। গতকাল (বুধবার) রাতে লিচেস্টার সিটির বিপক্ষে জয়ের পর তারই পুনরাবৃত্তি ঘটালেন চেলসির কোচ মরিনহো।

লিচেস্টারের মাঠে প্রথমে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। ব্লুজদের হয়ে গোল তিনটি করেন দিদিয়ের দ্রগবা (৪৮), জন টেরি (৭৯) ও রামিরেস (৮৩)। আর স্বাগতিকদের হয়ে  একমাত্র গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার মার্ক আলব্রিংটন।

এক সাক্ষাৎকারে মরিনহো বলেন, ‘আমার বিশ্বাস প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের জন্য সব দলই চেলসির মতো হতে চায়। তবে, স্ট্যামফোর্ড ব্রিজে সবাই এখনই শিরোপা উদযাপনে মাতুক তা আমি চাই না। এটা অবিশ্বাস্য যে, মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত দলের সবাই দুর্দান্ত খেলছে। ’

আর এক ম্যাচ জিতলেই চেলসির প্রিমিয়ার লিগের শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে। মৌসুমে আর চার ম্যাচ বাকি ব্লুজদের। পয়েন্ট সংখ্যা ৮০। সমান ম্যাচে ম্যানচেস্টার সিটি ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্টে এক ম্যাচ কম খেলা আর্সেনাল আছে তিনে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘন্টা, এপ্রিল ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।