ঢাকা: ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো তার স্বপ্নের ফুটবল একাদশের নাম ঘোষণা করেছেন। আর তার এ দলে আছেন লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলিয়ান সাবেক স্ট্রাইকার রোনালদোর মত তারকারা।
আর্জেন্টাইন এ তারকা ২০১১ সালে স্প্যানিস ক্লাব অ্যালেটিকো মাদ্রিদ থেকে ইংলিশ ক্লাব ম্যান সিটিতে যোগ দিয়েছিলেন। তিনি তার স্বপ্নের দলটি আক্রমণাত্বক দল হিসেবে সাজিয়েছেন। ফরম্যাশনটি দিয়েছেন ১-৩-৪-২-১ এ।
আগুয়েরোর দলে মূলত তার জাতীয় দলের বর্তমান ও সাবেক ফুটবলারই প্রাধান্য পেয়েছেন। দলে মেসি, ম্যারাডোনা ছাড়াও ডিফেন্ডার রবার্টো আয়ালা ও ডিফেন্সিভ মিডফিল্ডার ফার্নান্দো রিওদোনাদো রয়েছেন।
তবে দলের প্রধান স্ট্রাইকার হিসেবে আগুয়েরো ব্রাজিল কিংবদন্তি রোনালদোকে বেছে নিয়েছেন। মিডফিল্ডের দায়িত্বে থাকছেন বার্সেলোনা ও স্পেন তারকা জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তা। আর ডিফেন্সিভ মিডফিল্ডে রিওদোনাদোর সঙ্গে আছেন আরেক ব্রাজিলিয়ান রবার্টো কার্লোস।
ডিফেন্ডারের দায়িত্বে আয়ালার সঙ্গে রেখেছেন স্প্যানিস বর্তমান তারকা সার্জিও রামোস ও সাবেক ফার্নান্দো হিয়েরো। আর গোলকিপারের রেখেছেন জার্মান বিশ্বকাপ জয়ী অলিভার কানকে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এমএমএস