ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

খেলা

নেইমারের প্রতি রোনালদোর আস্থা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, এপ্রিল ৩০, ২০১৫
নেইমারের প্রতি রোনালদোর আস্থা সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রোনালদো মনে করেন, ‘ বার্সেলোনা তারকা নেইমার ইতোমধ্যে সেরাদের কাতারে পৌছে গেছেন। রোনালদোর বিশ্বাস, একদিন তার থেকেও বেশি সফলতা পাবে নেইমার।



গত মঙ্গলবার গেটাফের বিপক্ষে বার্সার ৬-০ গোলে জয়ের ম্যাচে একটি গোল করেছিলেন নেইমার। এরই সঙ্গে কাতালান ক্লাবটির হয়ে রোনালদোর করা ৪৭ গোল স্পর্শ করলেন ২৩ বছরের এ তারকা। আর সেলেকাওদের হয়ে দু’বারের বিশ্বকাপ জয়ী মনে করেন, আগামী বছরগুলোতে নেইমার আরো ভালো খেলবে।

এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি আশা করি নেইমার সব প্রতিযোগিতায় আমাকে পেছনে ফেলবে। তার সামনে দারুণ একটি ভবিষ্যত অপেক্ষা করছে। সে বর্তমান সময়ই অসাধারণ খেলছে। ’

১৯৯৬-৯৭ মৌসুমে বার্সেলোনার হয়ে খেলা এ তারকা আরো বলেন, ‘তার পারর্ফম ব্রাজিলের মানুষদের আনন্দ দেয়। কারণ সে একজন আদর্শ ফুটবলার। ’

নেইমার বার্সার হয়ে লা লিগায় এখন পর্যন্ত ২৯টি গোল সহ চ্যাম্পিয়নস লিগে ১০টি, কোপা দেল রে’তে সাতটি ও সুপার কোপ ডি স্পানায় একটি গোল করেছেন। এ মৌসুমেই তিনি ৩২টি গোল করেছেন।

এদিকে আর ১৯টি গোল করতে পারলে ব্রাজিল জাতীয় দলের হয়ে রোনালদোর করা ৬২ গোলকে স্পর্শ করতে পারবেন নেইমার। রোনালদো সেলেকাওদের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পঞ্চম অবস্থানে আছেন।

এ তালিকায় ৭৭ গোল করে সবার ওপরে আছেন দলটির সর্ব কালের সেরা তারকা পেলে। আর নেইমার এখন পর্যন্ত ৪৩টি গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।