ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভলিবলে লিগের শিরোপা ইস্ট এন্ড বয়েজের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
ভলিবলে লিগের শিরোপা ইস্ট এন্ড বয়েজের ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকত‍ায় ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ‘ওয়ালটন এয়ার কন্ডিশনার ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লিগে’ চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট এন্ড বয়েজ।

বৃহস্পতিবার পল্টনের জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইস্ট এন্ড বয়েজ ২৪-২৬, ২৫-২১, ২৫-০৫, ২৫-১৯ পয়েন্টে (৩-১ সেটে) ইস্ট এন্ড ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

লিগের পয়েন্টের ভিত্তিতে রার্নাস-আপ হয়েছে ইস্ট এন্ড ক্লাব। তৃতীয় হয়েছে নব জাগরনী সংঘ।

২০১৫ সালের প্রথম বিভাগ ভলিবল লিগে বেস্ট অ্যাটাকার হয়েছেন নব জাগরণী সংঘের পাভেল, বেস্ট সেটার ইস্ট এন্ড ক্লাবের মোহাম্মদ আলী এবং বেস্ট ডিফেন্ডার ইস্ট এন্ড বয়েজের পারভেজ। তাদেরকে ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়।

ওয়ালটন এয়ারকন্ডিশনার ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লিগের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বাসেডর মিস জোবেরা রহমান লিনু।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পায় ১০ হাজার টাকা। রানার্স আপ দলকে দেওয়া হয় ৭ হাজার। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দলকে দেওয়া হয় ৬ হাজার টাকা করে। বাকি চারটি দল প্রত্যেকে পায় ৫ হাজার টাকা করে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।