ঢাকা: এক সপ্তাহ পরেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হবে বাসেলোনা ও বায়ার্ন মিউনিখ। শক্তির বিচারে দু’দলই সমানে সমান।
এক প্রেস কনফারেন্সে আলোনসো বলেন, ‘সেমিতে বায়ার্নের তুলনায় বার্সাই এগিয়ে থাকবে। এই মৌসুমে কাতালানরা দুর্দান্ত খেলছে। বিশেষ করে ন্যু ক্যাম্পে তাদেরকে হারানোটা কঠিন হবে। তারা ফেভারিট হলেও আমরা ফাইনাল খেলার উদ্দেশ্যেই মাঠে নামব। ’
সাবেক রিয়াল মাদ্রিদ তারকা আরও বলেন, ‘আক্রমনভাগই বার্সাকে এগিয়ে রাখবে। তাদের দলে বিশ্বমানের তিনজন স্ট্রাইকার রয়েছে। যারা যেকোনো সময়েই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। এ বিষয়টি আমাদের বিবেচনায় রাখতে হবে। ’
উল্লেখ্য, ন্যু ক্যাম্পে ৭ মে দু’দলের মধ্যকার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ১৩ মে ফিরতি পর্বের ম্যাচ হবে বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায়।
বার্সার জন্য এটি অগ্নিপরীক্ষাও বটে। ২০১২-১৩ মৌসুমের সেমিতে দুই লেগ মিলিয়ে বার্সাকে ৭-০ গোলে বিধ্বস্ত করে বায়ার্ন। এর আগে অবশ্য ২০০৮-০৯ মৌসুমের কোয়ার্টার ফাইনালে জার্মানদের ৫-১ গোলে হারায় কাতালানরা।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘন্টা, এপ্রিল ৩০, ২০১৫
আরএম