ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

খেলা

গোল শূন্য ড্র হল উত্তাপহীন ম্যাচটি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, এপ্রিল ৩০, ২০১৫
গোল শূন্য ড্র হল উত্তাপহীন ম্যাচটি ছবি: শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার ফেনী সকার-ফরাশগঞ্জের মধ্যকার একমাত্র ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। এই ড্রয়ের ফলে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে সকার ক্লাব ফেনী।

আর সমান ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলের সবার নীচে অবস্থান করছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের লড়াইয়ে ছিলো না কোন খিপ্রতা। অনেকটা নিষ্প্রাণ ভাবেই ম্যাচের প্রথম থেকে খেলা চলতে থাকে। তবে নিজেদের এগিয়ে নেবার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলো দুই দলই। ২৩ মিনিটে প্রথম সুযোগ পায় ফরাশগঞ্জ। এ সময় নাইজেরিয়ান মিডফিল্ডার একিনইয়েলে পিটার বল বাড়িয়ে দেন সতীর্থ মলয় বর্মণকে। কিন্তু বক্সে বল পেয়েও বাইরে মারেন এই মিডফিল্ডার।

আর ৩৬ মিনিটে সুযোগ পায় ফেনী সকার। কিন্তু পোষ্টের কাছে বল পেয়েও তা জালে ঠেলে দিতে ব্যর্থ হন মিডফিল্ডার সরণ হাওলাদার। তার শট চলে যায় বারের উপর দিয়ে মাঠের বাইরে। ৪২ মিনিটে আরো একটা সুযোগ পায় ফেনী। কিন্তু বক্সের খুব কাছে বল পেয়েও বল বাইরে মারেন মিডফিল্ডার আব্দুল্লাহ আল মামুন। প্রথমার্ধে ম্যাচের ফলাফল ছিলো গোলশূণ্য।

দ্বিতীয়ার্ধেও কোন গোল না হওয়াতে শেষ পর্যন্ত সকার ক্লাবের সাথে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে ফরাশগঞ্জ। এটি ছিল লিগে ফরাশগঞ্জের প্রথম পয়েন্টের স্বাদ। কারণ পাঁচ ম্যাচের চারটিতে পরাজিত দলটি এই ম্যাচেই একমাত্র ড্র করে মাঠ ছাড়ে।

শুক্রবার প্রিমিয়ার লিগে কোন ম্যাচ নেই। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে বিকাল সোয়া চারটায় মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় মুক্তিযোদ্ধার
বিপক্ষে লড়বে রহমতগঞ্জ।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।