ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

খেলা

মেসিতে আস্থা মার্টিনোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, মে ১, ২০১৫
মেসিতে আস্থা মার্টিনোর লিওনেল মেসি

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপের রানার্স-আপ দল আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসির গ্রুপ পর্বের অসাধারণ ফুটবল শৈলীতে বিশ্বমঞ্চের ফাইনালে উঠে দেশটি। আর্জেন্টিনার প্রধান কোচ টাটা জেরার্ডো মার্টিনো বিশ্বাস করেন, বিশ্বকাপের পর মেসি আরও পরিণত ফুটবলার হয়েছে।



২৭ বছর বয়সী মেসির আর্জেন্টিনা এবারে চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকায় খেলতে নামবে। এ আসরটি হতে চলেছে বিশ্বকাপ শেষে আলেজান্দ্রো স্যাবেইয়ার পর কোচের দায়িত্ব নেওয়া মার্টিনোর প্রথম কোনো বড় টুর্নামেন্ট।

মেসি প্রসঙ্গে মার্টিনো বলেন, আমরা বর্তমান মেসিকে আরও পরিণত ফুটবলার হিসেবে দেখতে পাচ্ছি। বিশ্বকাপের আসর থেকেই তাকে মানসিক দিক দিয়ে অন্য ফুটবলারদের থেকে এগিয়ে থাকতে দেখেছি। শুধু আমি নই পুরো ফুটবল বিশ্ব দেখেছে মেসি বিশ্বকাপে কেমন খেলেছে। তার এ খেলাটাই আমি কোপা আমেরিকায় দেখতে চাই।

বার্সেলোনার এ তারকা ফুটবলার রয়েছেন গোলের মধ্যেই। কাতালানদের হয়ে ৪০০ গোলের মালিক স্প্যানিশ লা লিগার সর্বশেষ ম্যাচে করেছেন জোড়া গোল। লা লিগার চলতি আসরে ৩৪ ম্যাচ খেলে ইতোমধ্যেই মেসির গোলসংখ্যা ৩৮টি। চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে ১০ ম্যাচ খেলে গোলের দেখা পেয়েছেন আটবার।

আসন্ন কোপা আমেরিকায় মেসির আর্জেন্টিনাকে লড়তে হবে বার্সা সতীর্থ লুইস সুয়ারেজের উরুগুয়ের বিপক্ষে। এছাড়া গ্রুপের বাকি দল দু’টি প্যারাগুয়ে এবং জ্যামাইকা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ০১ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।