ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রাজশাহীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক রেটিং দাবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মে ১, ২০১৫
রাজশাহীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক রেটিং দাবা

রাজশাহী: রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট শুরু হচ্ছে।

শুক্রবার (১ মে) বিকেল ৪টায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ভবনে প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সাহাব উদ্দিন শামীম, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শাহীন আকতার রেনি, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. লিয়াকত আলী, ঢাকা গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি আমির আলী রানা, বাংলাদেশ দাবা খেলোয়াড় সমিতির সভাপতি এনায়েত হোসেন।  

আয়োজক সংগঠন রাজশাহী জেলা দাবা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আল কাইয়ুম রিজভী মাখন বাংলানিউজকে জানান, সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে এরই মধ্যে আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ, আন্তর্জাতিক মাস্টার সাকিল, ফিদে মাস্টার ইমন, দেবরাজসহ দেশের শীর্ষস্থানীয় রেটিং প্রাপ্ত দাবাড়–রা রাজশাহীতে পৌঁছেছেন।

আল কাইয়ুম রিজভী মাখন আরও জানান, ৯ রাউন্ড আন্তর্জাতিক সুইস লিগ পদ্ধতির এই টুর্নামেন্ট ১-৬ মে পর্যন্ত চলবে। প্রতিযোগিতার প্রাইজমানি ১ লাখ টাকা।

রাজশাহী দাবা উন্নয়ন সংস্থা ও ঢাকার গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘন্টা, মে ০১, ২০১৫
এসএস/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।