ঢাকা: এক বছর না যেতেই মেক্সিকান ক্লাব কুয়েরেতারো ছাড়ার ইঙ্গিত দিলেন দু্ইবারের বিশ্বসেরা ফুটবলার রোনালদিনহো। খেলতে চান আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস)।
গত বছরের সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব অ্যাটলেটিকো মিনেইরো থেকে দুই বছরের চুক্তিতে মেক্সিকান ক্লাব কুয়েরেতারোতে পাড়ি জমান রোনালদিনহো। ২০১৬ সাল পর্যন্ত চুক্তি হলেও এ মৌসুম শেষেই তার ক্লাব ছাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
এর আগে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), বার্সেলোনা ও এসি মিলানের মতো বিশ্বসেরা ক্লাবের হয়ে খেলেছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ২০০৩-০৮ সাল পর্যন্ত বার্সার হয়ে তিনি ক্যারিয়ারের সেরা সময় পার করেন।
এক সাক্ষাৎকারে রবার্তো অ্যাসিস বলেন, ‘রোনালদিনহো এ বছরের মাঝামাঝি পর্যন্ত কুয়েরেতারোর হয়ে খেলতে পারেন। যুক্তরাষ্ট্রের এলএ গ্যালাক্সি অথবা নিউ ইয়র্ক রেড বুলস হবে তার পরবর্তী ঠিকানা। তাছাড়া আমেরিকান জনগণের কাছে ফুটবলকে জনপ্রিয় করতে এমএলএস’র ক্লাবগুলোও তারকা ফুটবলারদের দলে ভেড়াতে চায়। ’
বিশ্বের তারকা ফুটবলাররা ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে এসে বর্তমানে আমেরিকান সকার লিগকেই বেছে নিচ্ছে। এর আগে ফ্রেঞ্চ তারকা থিয়েরি অরি ও অস্ট্রেলিয়ার মিডফিল্ডার টিম কাহিল নিউ ইয়র্ক রেড বুলসের হয়ে খেলেছেন।
লিভারপুলের কিংবদন্তি স্টিভেন জেরার্ড এ মৌসুম শেষেই যোগ দিবেন এলএ গ্যালাক্সিতে। এ বছরের জানুয়ারিতে ৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দেড় বছরের জন্য তিনি চুক্তিবদ্ধ হন। তাহলে কি জেরার্ডের ক্লাব সতীর্থ হচ্ছেন রোনালদিনহো?
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘন্টা, মে ০১, ২০১৫
আরএম