ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইনিয়েস্তার ভয় গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মে ১, ২০১৫
ইনিয়েস্তার ভয় গার্দিওলা

ঢাকা: ইতোমধ্যেই বিশ্বের অনেক ফুটবল বোদ্ধা বার্সেলোনাকে এগিয়ে রেখেছেন। এ তালিকায় আছেন স্বয়ং জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।

তবে, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইনজুরিজর্জর বায়ার্নকে খাটো করে দেখতে চান না আন্দ্রেস ইনিয়েস্তা। জার্মান চ্যাম্পিয়নদের কোচ পেপ গার্দিওলাকে ঘিরেই তার যত ভয়।

ইনজুরির কারণে বার্সার বিপক্ষে খেলতে পারবেন ন‍া বায়ার্নের নেদারল্যান্ডস তারকা আরিয়েন রোবেন। একই কারণে দলে নেই দুই ডিফেন্ডার হোলগার বাডসটিউবার ও ডেভিড আলাবা। এছাড়াও রবার্ট লেভানডফস্কি ও ফ্রাঙ্ক রিবেরির খেলা নিয়েও সংশয় রয়েছে। অন্যদিকে, বার্সা শিবিরে তেমন কোনো ইনজুরি সমস্যা নেই।

গার্দিওলা ২০০৮-১২ সাল পর্যন্ত বার্সার কোচের দায়িত্বে ছিলেন। তার অধীনে কাতালানরা স্বপ্নের দলে পরিণত হয়। দুইবার জিতে নেয় চ্যাম্পিয়নস লিগের শিরোপা। তাই সাবেক গুরুকে ভালো করেই চেনেন ইনিয়েস্তা।

এক সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ‘কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোর্তোর বিপক্ষে ৩-১ গোলে হারলেও ফিরতি পর্বের ম্যাচে ৬-১ গোলের দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বায়ার্ন। তাদের দলে গার্দিওলার মতো একজন কোচ আছেন। তার দারা সবই সম্ভব। সেমিতে ওদের মুখোমুখি হওয়াটা চ্যালেঞ্জিং হবে। ’

উল্লেখ্য, ৭ মে ক্যাম্প ন্যুতে দু’দলের মধ্যকার সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৩ মে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি পর্বের ম্যাচে বায়ার্নের মুখোমুখি হবে মেসি-নেইমার-সুয়ারেজরা।

বাংলাদেশ সময়: ২০০২ ঘন্টা, মে ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।