রাজশাহী: রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট শুরু হয়েছে।
শুক্রবার (০১ মে) বিকেল সাড়ে ৫টায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ভবনে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহীন আকতার রেনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সাহাব উদ্দিন শামীম, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি লিয়াকত আলী, ঢাকা গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি আমির আলী রানা, বাংলাদেশ দাবা খেলোয়াড় সমিতির সভাপতি এনায়েত হোসেন, রাজশাহী জেলা দাবা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আল কাইয়ুম রিজভী মাখন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ৯ রাউন্ড আন্তর্জাতিক সুইস লিগ পদ্ধতির এই টুর্নামেন্ট ১ থেকে ৬ মে পর্যন্ত চলবে।
এ প্রতিযোগিতায় আন্তর্জাতিক নারী গ্রান্ড মাস্টার রানী হামিদ, আন্তর্জাতিক মাস্টার সাকিল, ফিদে মাস্টার ইমন, দেবরাজসহ দেশের শীর্ষস্থানীয় রেটিং প্রাপ্ত দাবাড়ুরা অংশগ্রহণ করছেন।
রাজশাহী দাবা উন্নয়ন সংস্থা ও ঢাকার গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মে ০১, ২০১৫
এসএস/আইএ
** রাজশাহীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক রেটিং দাবা