ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ডেভিস কাপে বাংলাদেশ তৃতীয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, মে ২, ২০১৫
ডেভিস কাপে বাংলাদেশ তৃতীয়

ঢাকা: বাহরাইনে চলমান ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া অঞ্চল গ্রু-৪ টেনিস খেলায় বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে প্রথম দিনে বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে ও দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে পরাজিত হয়েছে। আর তৃতীয় ম্যাচে কিরগিজিস্তানের বিপক্ষে জয় পায়।



আর শুক্রবার লাল-সবুজের জার্সিধারীরা মুখোমুখি হয় ওমানের। ম্যাচে বাংলাদেশ ৩-০ ম্যাচে ওমানকে পরাজিত করে গ্রুপ পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে।

প্রথম এককে বাংলাদেশের রঞ্জন রাম ৬-২, ৬-৩ গেমে ওমানের আল বালুশিকে, দ্বিতীয় এককে বাংলাদেশের শিবু লাল ৬-৪, ৬-০ গেমে ওমানের আল রায়াহিকে এবং দ্বৈতে বাংলাদেশের শিবু লাল ও রঞ্জন রাম জুটি ৬-১, ৬-১ গেমে ওমানের আল বালুশি ও আল বারওয়ানিকে পরাজিত করে। ফলে বাংলাদেশ ৩-০ ম্যাচে ওমানকে পরাজিত করে।

আজ (শনিবার) বাংলাদেশ ৫ম ও ৬ষ্ঠ স্থান নির্ধারনী ম্যাচে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে।

উল্লেখ্য, বাহরাইন টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ২৭ এপ্রিল শুরু হয়েছে এ প্রতিযোগিতা। যা চলবে ২ মে (শনিবার) পর্যন্ত। প্রতিযোগিতায় পুল-‘বি’তে বাংলাদেশের সঙ্গে রয়েছে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজিস্তান এবং ওমান।

বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, ২ মে ২০১৫
ইয়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।