ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

৪০০ মিলিয়ন ডলারের মুষ্টিযুদ্ধ রোববার সকালে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মে ২, ২০১৫
৪০০ মিলিয়ন ডলারের মুষ্টিযুদ্ধ রোববার সকালে

ঢাকা: নিউইয়র্ক, ম্যাডিসন স্কয়ার, ৮ মার্চ, ১৯৭১। রিংয়ের একপাশে সর্বকালের শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, অন্যপাশে আরেক হেভিওয়েট জো ফ্রেজিয়ের।

‘ফাইট অব দ্য সেঞ্চুরি’ খ্যাত ওই লড়াইয়ের দৃশ্য মুষ্টিযুদ্ধ প্রিয় অনেকেরই হয়তো ঝাপসা হয়ে গেছে।

সে ‘যুদ্ধ’ আরেকবার মনে করিয়ে দিতেই লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ডে মুখোমুখি হচ্ছেন এ প্রজন্মের শ্রেষ্ঠ দুই বক্সার। রিংয়ের একপাশে ফিলিপাইনের আইকন বক্সার ম্যানি প্যাকিয়াও, অপরপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্সিং হার্টথ্রব ফ্লয়েড মেওয়েদার জুনিয়র।

জনপ্রিয়তা ও অর্থের দিক থেকে এ শতকের সেরা এ লড়াইটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রোবব‍ার সকাল ৬টায় (স্থানীয় সময় শনিবার রাত ৯টায়)। লড়াইটি থেকে আয়োজকরা চারশ’ মিলিয়ন ডলার আয় করবেন বলে জানিয়েছে বিবিসি।

দুনিয়ার কাউকে পরোয়া না করা ৩৬ বছর বয়সী ম্যানি প্যাকিয়াও এ পর্যন্ত ৫৭টি লড়াই জিতেছেন, এর মধ্যে ৩৭টি নকআউট।

দর্শকরা কাকে সমর্থন করলো তা আমার কাছে মূখ্য নয়, আনন্দ দেওয়াটাই উদ্দেশ্য, বলেন ৫ ফুট সাড়ে ছয় ইঞ্চি উচ্চতার ফিলিপিন এ আইকন।

অন্যদিকে, গৃহবিবাদে জেলখাটা ৩৮ বছর বয়সী ফ্লয়েড মেওয়েদার জুনিয়র ৪৭টি লড়াইয়ের ২৬টিই জিতেছেন প্রতিপক্ষকে নকআউট করে।

আমি আমার সক্ষমতা সম্পর্কে ধারণা রাখি, আমিই জয়ী হবো, বলেন ৫ ফুট আট ইঞ্চি উচ্চতার মার্কিন এ বক্স‍ার।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মে ০২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।