ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভিন্ন ম্যাচে মাঠে নামছে রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মে ২, ২০১৫
ভিন্ন ম্যাচে মাঠে নামছে রিয়াল-বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: আজ রাতে লা লিগার খেলায় ভিন্ন ম্যাচে মাঠে নামছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্তেদিও রামোন সানচেজ পিজুয়ানে সেভিয়ার বিপক্ষে লড়বে রিয়াল এর আগে স্তেদিও নুয়েভো আরকানজেলে বার্সাকে আতিথিয়েতা জানাবে কর্দোভা।



শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না দু’দল। কারণ শীর্ষে থাকা কাতালানদের ৩৪ ম্যাচে ৮৪ পয়েন্ট আর সমান খেলা রিয়াল দুই পয়েন্ট পিছিয়ে আছে। দু’দলেরই লিগে আজকের ম্যাচের পর চারটি করে ম্যাচ রয়েছে। সুতরাং আজকের ম্যাচে হার বা ড্র মানে পিছিয়ে পড়া।

এদিকে কার্লোস আনচেলত্তির শিষ্যদের নামতে হবে লিগ টেবিলের পাঁচ নম্বর অবস্থানে থাকা সেভিয়ার বিপক্ষে। তাই এ ম্যাচে ছেড়ে কথা বলবে না স্বাগতিক হিসেবে খেলা দলটি। সেই সঙ্গে চিন্তার ভাজ পড়েছে লা গ্যালাকটিকোদের কপালে কারণ কিছুটা বাজে ফর্মে আছে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

রিয়ালের আগে মাঠে নামায় পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ পাচ্ছে লুইস এনরিকের শিষ্যরা। আর কর্দোভার বিপক্ষে মাঠে নামায় অনেকটা নির্ভারও থাকছে বার্সা। কারণ নিজেদের ৩৪ খেলায় ২০ পয়েন্ট নিয়ে তালিকায় সবার নিচে আছে কর্দোভা।

পাশাপাশি দারুণ ফর্মে রয়েছেন কাতালানদের তিন সেরা স্ট্রাইকার লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ।

রিয়াল নিজেদের সর্বশেষ পাঁচ খেলায় একটি ড্র বাদে সবকটিতে জিতেছে। তবে এদিক থেকে বার্সার পাল্লা ভারি কারণে নিজেদের শেষ পাঁচ খেলায় জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ০২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।