বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজকে ক্লাবটির সাবেক তারকা স্যামুয়েল ইতো’র সঙ্গে তুলনা করলেন সতীর্থ জাভিয়ার মাশ্চেরানো। ক্যাম্প ন্যু তে সুয়ারেজ প্রথম দিকে কিছুটা ধীর গতির থাকলেও দিন যত যাচ্ছে নিজেকে আরো বেশি পরিণত করে তুলছেন উরুগুইয়ান এ তারকা।
লা লিগায় এ মৌসুমে বার্সার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পয়েন্ট টেবিলে পেছনে ফেলতে দারুণ ভূমিকা রাখেন সুয়ারেজ। আর কাতালানদের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠতেও অন্যবদ্য পারফরম্যান্স করেন তিনি।
দলের জন্য সুয়ারেজের এ অসামান্য অবদানে দারুণ খুশি আর্জেন্টাইন মিডফিল্ডার মাশ্চেরানো। তিনি জানান, সাবেক লিভারপুল তারকা বার্সার খেলায় নতুন মাত্রা যোগ করেছেন।
এক সাক্ষাৎকারে মাশ্চেরানো বলেন, ‘ইতো‘র সঙ্গে সুয়ারেজের বেশ মিল পাওয়া যায়। তাদের দু’জনের খেলার বৈশিষ্ঠ প্রায় একই রকম। তারা লড়াকু মনোভাবের ফুটবলার। সুয়ারেজ আমাদের খেলাকে এক ধাপ এগিয়ে নিয়েছে। ’
তিনি আরো বলেন, ‘তার ব্যক্তিত্ব খুবই নম্র। সে প্রচুর পরিশ্রম করে আর সে মাঠে ও মাঠের বাইরে দারুণ একজন মানুষ। ’
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মে ০২, ২০১৫
এমএমএস