ঢাকা: অবশেষে চলমান লিগে নিজেদের সপ্তম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালের জয়রথের গতিরোধ করলো ব্রাদার্স ইউনিয়ন। শনিবার টানা ৬ ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জামালের সাথে গোল শূন্য ড্র করেছে সৈয়দ নইমুদ্দিনের শিষ্যরা।
শুরু থেকেই জামালের ত্রিরত্ন খ্যাত ওয়েডসন-ল্যান্ডিং-ডারলিংটনের আক্রমণগুলো বেশ ভালো ভাবেই প্রতিহত করে দেয় ব্রাদার্সের রক্ষণভাগ। ফলে প্রথমার্ধ জুড়ে গোলের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩৪ মিনিটে জামালকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করে ব্রাদার্সের রক্ষণভাগ। এ সময় ডি বক্সের চার গজ দূরে ফ্রি কিক পায় শেখ জামাল। গামবিয়ান ল্যান্ডিং ডার্বোয়ের শট ব্রাদার্সের বক্সে পেয়ে শট করতে গেলে প্রতিপক্ষ ডিফেন্ডাররা বল মাঠের বাইরে পাঠান। প্রথমার্ধ জামালের সাথে গোল শূন্য ড্র করেই বিরতিতে যায় ব্রাদার্স।
দ্বিতীয়ার্ধেও রক্ষণাত্বকনীতির ধারাবাহীকতা ধরে রাখে ব্রাদার্স। জামালকে ঠেকিয়ে রেখে উল্টো আক্রমণে যায় তারা। ৬৬ মিনিটে বল নিয়ে জামালের বক্সে ঢুকে পড়েন ব্রাদার্সের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার একন। তিনি ছোট বক্সে ঢুকে শট নিলে কোন রকমে বল সরিয়ে দিয়ে গোল হজমের হাত থেকে দলকে বাঁচিয়েছেন জামালের ডিফেন্ডাররা।
আর ম্যাচের অন্তিম সময়ে এগিয়ে যাবার সুবর্ন সুযোগ হাতছাড়া করে জামাল। এ সময় জামালের গামবিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ে বল নিয়ে বক্সে ঢুকে শট নিলেও বল বারে লেগে মাঠের বাইরে চলে যায়। ফলে ব্রাদার্সের সাথে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দলটি।
রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে বিকাল সোয়া চারটায় মোহামেডানের মুখোমুখি হবে ফেনী সকার। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় শেখ রাসেলের মুখোমুখি হচ্ছে টিম বিজেএমসি।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ০২, ২০১৫
ইয়া/এমএমএস