ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ড্র করেও মুক্তির উত্থান!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মে ২, ২০১৫
ড্র করেও মুক্তির উত্থান! ছবি: শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গোল শূন্য ড্র’র দিকেই এগিয়ে যাচ্ছিল ম্যাচটি। কিন্তু ৬৯ মিনিটে গোল করে ম্যাচের গতিপথ পাল্টে দেয় মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড এনামুল হক।

আর ইনজুরি টাইমে বদলি মিডফিল্ডার মান্নাফ রাব্বির গোলে সমতায় ফেরে ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জ। ফলে ম্যাচটি ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়ে দুই দল।

শনিবার (০২ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচটি গোলশূন্য ড্র হলেও তার প্রভাব বেশ ভালোভাবেই পড়ে পয়েন্ট টেবিলে। যার ফলে মোহামেডান ও আবাহনীর মতো জায়ান্ট দলগুলোকে টপকে ১৩ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধার বর্তমান অবস্থান ৪ থেকে ২ নম্বরে। আর ৭ ম্যাচ এটাই মুক্তির প্রথম ড্র। পক্ষান্তরে ‘জায়ান্ট কিলার’ রহমতগঞ্জের অবস্থান আগের মতোই সপ্তম। ৬ ম্যাচে তারা জিতেছে মাত্র ১ ম্যাচে। হেরেছে ৪ ও ড্র করেছে ১টি। তাদের সংগ্রহ ৫ পয়েন্ট।
 
ম্যাচে রহমতগঞ্জ যথেষ্ট ভুগিয়েছে ‘অল রেডস’ খ্যাত মুক্তিযোদ্ধাকে। একাধিক গোলের সুযোগ কাজে লাগাতে পারলে জয়ের তৃপ্তি নিয়েই মাঠ ছাড়তে পারতো আবু ইউসুফের ছাত্ররা। কিন্তু রহমতগঞ্জের রক্ষণভাগেই আছড়ে পড়ে মুক্তির একাধিক আক্রমণ।

ম্যাচের ৬৯ মিনিটে কর্নার পায় মুক্তিযোদ্ধা, ডিফেন্ডার মারুফ আহমেদের কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড এনামুল হক (১-০)। লিগে এটা তার সপ্তম গোল। এ গোলের ফলে লিগের বর্তমান শীর্ষ গোলদাতা। আর ইনজুরি টাইমে (৯০+১) রহমতগঞ্জের বদলি ফরোয়ার্ড মান্নাফ রাব্বি গোল করে  মুক্তিকে হতাশায় ভাসান (১-১)।
 
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, মে ০২, ২০১৫
ইয়া/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।