ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

তিন দানবের গোলে বার্সার বিশাল জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, মে ২, ২০১৫
তিন দানবের গোলে বার্সার বিশাল জয় লুইস সুয়ারেজ,নেইমার ও লিওনেল মেসি

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ‘তিন দানব’ খ্যাত আক্রমণভাগের সেরা তিন যোদ্ধা এক সাথে জ্বলে উঠলে ম্যাচে কি ঘটতে পারে তা হারে হারে টের পেল কর্দোবা। লা লিগার ম্যাচে কর্দোবাকে ৮-০ গোলের ব্যবধানে হারিয়েছে কাতালানরা।

বার্সার হয়ে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমার গোল করেছেন। বড় ব্যবধানে জয় তুলে নিতে আরও গোল করেছেন ইভান রেকিটিচ আর জেরার্ড পিকেরা।

প্রথম গোলের জন্য বার্সাকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৪২ মিনিট পর্যন্ত। মেসির পাস থেকে গোল করেন রেকিটিচ। বিরতিতে যাওয়ার আগে আরো একটি গোল পায় কাতালানরা। এবারে গোল করেন সুয়ারেজ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আন্দ্রে ইনিয়েস্তার অ্যাসিস্টে দলের দ্বিতীয় আর নিজের প্রথম গোল করেন সুয়ারেজ। লিভারপুলের সাবেক এ তারকার গোলে ২-০তে এগিয়ে থেকে বিশ্রামে যায় লুইস এনরিকের শিষ্যরা।

বিরতির পর বার্সা গোল উৎসবে মেতে উঠে। দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলার ৪৬ মিনিটের মাথায় নিজের প্রথম আর দলের তৃতীয় গোলটি করেন মেসি। ব্রাজিল ডিফেন্ডার দানি আলভেজের থেকে বল পেয়ে কর্দোবার জাণে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন তারকা। ৫৩ মিনিটের মাথায় আলভেজের আরেকটি পাসে গোল করেন সুয়ারেজ। এটি ছিল সুয়রেজের দ্বিতীয় আর দলের চতুর্থ গোল।

৬৫ মিনিটের মাথায় গোল করেন বার্সার অভিজ্ঞ সৈনিক জেরার্ড পিকে। তার গোলে সহায়তা করেন প্রথম গোলদাতা ক্রোয়েশিয়ান তারকা রেকিটিচ। ৫-০তে এগিয়ে যায় বার্সা।

খেলার ৮০ মিনিটের মাথায় আবারো গোল করেন মেসি। সুয়ারেজের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি মেসি বাহিনীর লিড গিয়ে দাঁড়ায় ৬-০তে। মেসি-সুয়ারেজরা যখন একের পর এক আক্রমণে গোল করে যাচ্ছিলেন তখন আক্রমণভাগের ষোলকলা পূর্ণ করতে গোল করেন নেইমার। ম্যাচের ৮৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোলটি করেন নেইমার।

ম্যাচের ৮৮ মিনিটে বার্সার হয়ে হ্যাটট্রিক করেন সুয়ারেজ। উরুগুয়ের এ তারকা প্রথম মৌসুমেই কাতালানদের হয়ে হ্যাটট্রিকের দেখা পেলেন। ফলে, ম্যাচের ফল গিয়ে দাঁড়ায় ৮-০।

বিশাল এ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ০২ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।