ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

খেলা

পার্সির মিসে কপাল পুড়লো ম্যানইউ’র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, মে ৩, ২০১৫
পার্সির মিসে কপাল পুড়লো ম্যানইউ’র

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে রবিন ফন পার্সির পেনাল্টি মিসে দুর্বল ওয়েস্ট ব্রুমের কাছে হারের লজ্জা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে ১-০ গোলে হারে লুইস ফন গালের শিষ্যরা।



লিগের শেষ দিকে এসে এক রকম বেকায়দায় পড়ে গেল রেড ডেভিলসরা। এই হারের ফলে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় হারের মুখ দেখলো দলটি।

এদিন দারুণ শুরু করা ম্যানইউ বল দখলে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। তবে কয়েকটি সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করতে পারেনি ওয়েন রুনিরা। পরে গোল শুন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে খেলায় প্রথম লিড নেয় ওয়েস্ট ব্রুম। খেলার ৬৩ মিনিটে জন ওলশন গোল করলে এগিয়ে যায় সফরকারীরা।

তবে খেলার ৭৪ মিনিটে গোল শোধ করার সুবর্ণ সুযোগ পায় স্বাগতিকরা। ওয়েস্ট ব্রুমের বক্সে হ্যান্ডবল হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজায়। পেনাল্টি করতে আসা পার্সি ডানদিক থেকে কর্ণার শট করলেও তা ঠেকিয়ে দেন গোলকিপার বোয়াজ মাইহিল। সেই সঙ্গে কপাল পোড়ে দলটির।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।