ঢাকা: বুন্দাসলিগায় ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন মিউনিখ। তবে লিগের আরো তিন খেলা বাকি থাকতে বায়ার লেভারকুসানের বিপক্ষে ২-০ গোলে হারের লজ্জা পেতে হলো পেপ গার্দিওয়ালার শিষ্যদের।
এদিকে এ হারের ফলে কিছুটা ভয়ে আছে টানা তিনবারের জার্মান চ্যাম্পিয়নরা। কারণ আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে স্প্যানিস জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে লড়তে হয়ে দলটিকে। এর আগে বুরুশিয়ার ডর্টমুন্ডের কাছে হেরে ঘরোয়া দ্বিতীয় শিরোপা ডিএফবি পোকালের শিরোপা থেকেও ছিটকে পড়েছিল বায়ার্ন।
লেভারকুসানের ঘরের মাঠ বে অ্যারিনায় শনিবার রাতে তারকা বিহীন বায়ার্নকে মাঠে নামতে হয়। ছিলেন না দলের মূল স্ট্রাইকার থমাস মুলার, আর ইনজুরির কারণে এ মৌসুমেই আর মাঠে নামতে পারবেন না আরিয়ান রোবোন। পাশাপাশি চোয়াল ভেঙে ইনজুরিতে পড়েছেন লেন্ডভস্কি।
গত রাতে খেলার প্রথমার্ধ গোল না হলেও দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে লেভারকুসান। খেলার ৫৫ মিনিটে হাকান চালহানোগ্লো স্বাগতিকদের প্রথম লিড এনে দেন। আর খেলার ৮১ মিনিটে জুলিয়ান ব্রান্ডাট আরো একটি গোল করলে ২-০তে লিড পায় দলটি।
খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এমএমএস