ঢাকা: পেনাল্টি মিস করেও পরবর্তীতে গোল করে লিভারপুলের ভিলেন থেকে নায়ক বনে গেলেন অভিজ্ঞ ফুটবলার স্টিভেন জেরার্ড। আর তার শেষ দিকের গোলেই কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।
ঘরের মাঠ অ্যানফিল্ডে অবশ্য খেলার ১৯ মিনিটেই লিড নেয় অল রেডসরা। রিকি ল্যাম্বার্টের অ্যাসিস্টে দারুণ একটি ক্রসে গোল করেন ফিলিপ কোতিনহো। পরে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।
তবে বিরতি থেকে ফিরে খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে কিউপিআর। আর খেলার ৭৩ মিনিটে লেরয় ফার গোল করলে সমতায় ফেরে সফরকারীরা।
এদিকে খেলার ৭৮ মিনিটে সফরকারী ফুটবলার নেদাম ওনুহা ফাউল করলে পেনাল্টি পায় লিভারপুল। তবে পেনাল্টির এ সুবর্ণ সুযোগ মিস করেন জেরার্ড। কিন্তু খেলার ৮২ মিনিটে ওনুহা দ্বিতীয়বার ফাউল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। আর দশ জনের দলে পরিণত হয় কিউপিআর।
এ সুযোগে আক্রমণের ধার বাড়ানো লিভারপুল খেলার নির্ধারিত সময়ের তিন মিনিট আগে জেরার্ডের অসাধারণ গোলে আবারো লিড নেয়। প্রথম গোল করা কোতিনহোর অ্যাসিস্টেই গোলটি করেন তিনি।
খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডসরা।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এমএমএস