ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আনচেলত্তির কন্ঠে ‘অসাধারণ’ বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মে ৩, ২০১৫
আনচেলত্তির কন্ঠে ‘অসাধারণ’ বার্সেলোনা ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগায় দারুণ পারফরম্যান্স করে কর্দোবার বিপক্ষে ৮-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে বার্সেলোনা। কাতালানদের এ জয়ে লুইস সুয়ারেজের হ্যাট্রিক সহ লিওনেল মেসির জোড়া গোলের সঙ্গে একটি গোল করে অন্যতম ভূমিকা রাখেন নেইমার।



অন্যদিকে দিনের আরেক ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিকেও সেভিয়ার বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পায় রিয়াল মাদ্রিদ। তবে নিজের দল জয় পেলেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে প্রসংশায় ভাসালেন গ্যালাকটিকো কোচ কার্লোস আনচেলত্তি। তিনি জানান, বার্সেলোনা ‘অসাধারণ’ একটি দল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে, বার্সা এখনও রিয়াল থেকে দুই পয়েন্ট এগিয়ে আছে এমন প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন, ‘বার্সা অসাধারণ একটি দল। তাদের আক্রমণ ভাগ দারুণ কার্যকরী। তাদের প্রত্যেকেই খুবই ভালো। তারা ম্যাচে অনেক গোল করেছে এটাতে বিস্ময়ের কিছু নেই। ’

এদিকে লিগের পঞ্চম অবস্থানে থাকা সেভিয়ার বিপক্ষে তাদের ঘরের মাঠ রামোন সানচেজ পিজুয়ানের জয়কেও খাটো করে দেখছেন না আনচেলত্তি। যা গত মার্চে বার্সার বিপক্ষে এল ক্ল্যাসিকোর পর টানা নয় ম্যাচে রিয়ালকে অপরাজিত রেখেছে। অন্যদিকে আগামী সপ্তাহে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের আগে দলটিকে দারুণ সাহস যোগাচ্ছে।

আনচেলত্তি আরো যোগ করেন, ‘এই জয়টা আমাদের জন্য সহজ ছিল না। আর ম্যাচ শেষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারাটাই আমাদের অনেক বড় অর্জন। এটা আমাদের জন্য খুবই গুরত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। যা লা লিগায় আমাদের এখনও শিরোপা দৌড়ে টিকিয়ে রেখেছে। আর সামনের সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও আমরা আত্মবিশ্বাসী। ’

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।