ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নতুন ও মেধাবী খেলোয়াড়ের খোঁজে ক্রুইফ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মে ৩, ২০১৫
নতুন ও মেধাবী খেলোয়াড়ের খোঁজে ক্রুইফ

ঢাকা: ফিফার নতুন নিয়ম অনুযায়ী বিশ্বকাপ বাছাইপর্ব আর এশিয়ান কাপের বাছাই একসাথে অনুষ্ঠিত হবে। বাছাইপর্বে গ্রুপ 'বি'তে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ তাজিকিস্তান, কিরগিজস্তান, জর্ডান ও শক্তিশালী অষ্ট্রেলিয়া।

হোম ও অ্যাওয়ে মিলিয়ে বাংলাদেশ দল অংশ নিচ্ছে মোট ৮টি ম্যাচে। প্রথম দু’টি ম্যাচই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ ও ১৬ জুন। দু’টিতেই জয় চায় বাংলাদেশ।

এই দুই ম্যাচে জিতলে বিশ্বকাপ না হোক ২০১৯ সালে সংযুক্ত আরব-আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূলপর্রে খেলার যোগ্যতা অর্জনের পথে অনেকটা এগিয়ে থাকবে বাংলাদেশ।   এ সম্পর্কে রোববার (০৩ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ' আমরা হোম ম্যাচ দু’টিকে বেশ গুরুত্বপূর্ন মনে করছি। এ জন্য ইতিমধ্যেই হেড কোচ ও গোলরক্ষক কোচ কাজ শুরু করেছে। তারা নতুন ও মেধাবী খেলোয়াড় খুঁজছে। '

তিনি আরও বলেন, 'বাছাইপর্বের আগে আমরা দু’টি প্রীতি ম্যাচ খেলতে চাচ্ছি। এ বিষয়ে আফগানিস্তান ও উত্তর কোরিয়া ইতিবাচক সাড়া দিয়েছে। তবে খেলার তারিখ এখনও নির্ধারিত হয়নি। ' অবশ্য, বাফুফের একটি সূত্র থেকে জানা গেছে, আগামী ৪ জুন প্রথম প্রীতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের জার্সিধারীরা।   

তবে সিরিয়া ও মিয়ানমারের সাথে প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও দুই দলই তাদের দেশে গিয়ে খেলতে হবে বলে বাফুফেকে জানিয়েছে। তাই কন্ডিশনের সাথে খাপ না খাওয়ার ফলে বাংলাদেশ যাচ্ছে না বলে জানান বাফুফে সভাপতি সালাউদ্দিন।  

মালদ্বীপে অনুষ্ঠিতব্য চার জাতি টুর্নামেন্ট ও পাকিস্তান জাতীয় ফুটবল দলের সাথে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এ বিষয়ে এখনও কিছু চুড়ান্ত হয়নি। তবে বাফুফে সময় ও সুযোগ বুঝেই তাদের সাথে খেলতে আগ্রহী। আর ক্রুইফ ও শোয়েচলারের সাথে একজন ফিটনেস ট্রেইনার যুক্ত হতে পারে। ঠিক এমনটিই জানায় সভাপতি।

হেড কোচ ক্রুইফ বলেন, 'চলমান লিগে অনেকের খেলা দেখেই আমার পছন্দ হয়েছে। তারা জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে। দলে বেশ কিছু ইনজুরি সমস্যা রয়েছে। এখন ইনজুরি আক্রান্ত আছেন মামুনুল ইসলাম ও রায়হান হাসান। তবে লিগের প্রথম পর্বের খেলা শেষ হওয়ার সাথে সাথেই শুরু হতে পারে ক্যাম্প। ' 

অনেক পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাফুফে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কতটা সফলতার মুখ দেখবে বাফুফে কর্তৃপক্ষ।    

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ০৩, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।