ঢাকা: মেসি-নেইমার-সুয়ারেজ নৈপুণ্যে প্রতিপক্ষের জালে রীতিমত গোলউৎসব করছে বার্সেলোনা। লা লিগায় নিজেদের সর্বশেষ দুই ম্যাচেই ১৪ গোল! তবে, দলের ধারাবাহিক সাফল্যের নেপথ্যে কোচ লুইস এনরিকের কৌশলকেই বড় করে দেখছেন হাভিয়ের মাশ্চেরানো।
গত বছর দুই বছরের চুক্তিতে বার্সার কোচের দায়িত্ব নেন এনরিক। তবে, মৌসুমের শুরু থেকেই কোচিং পদ্ধতির জন্য তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হন। তবে কোচের ভূয়সী প্রশংসা করে মাশ্চেরানো জানান, প্রতিটি ম্যাচেই এনরিক যথোপযুক্ত সিদ্ধান্ত নেন। মৌসুমের শুরুটা ভালো না হলেও তার কোচিং দক্ষতার কারণেই বার্সার পুনরূত্থান ঘটেছে।
এক সাক্ষাৎকারে মাশ্চেরানো বলেন, ‘দল হিসেবে আমরা বেশ ভালো অবস্থানে আছি। লিগসহ অন্যান্য বড় টুর্নামেন্ট সাফল্যের পেছনে কোচের অবদানটাই বেশি। প্রতিটি ম্যাচে শুরুর একাদশে খেলোয়াড় পরিবর্তনের জন্য তিনি (এনরিক) অনেক সমালোচিত হয়েছেন। আমার মতে, দলের ভালোর জন্যই তিনি এমনটি করেছেন। তার কোচিং পদ্ধতিতে দলের সবাই অভ্যস্ত হয়ে গেছে। ’
এই আর্জেন্টাইন মিডফিল্ডার উল্লেখ করেন, ‘মৌসুমের শেষ পর্যন্ত খুবই সতর্কতার সঙ্গে এগোতে হবে। একটি ম্যাচ হারলেই চড়া মূল্য দিতে হবে। ট্রেবল শিরোপার জন্য কোপা দেল রের ফাইনালসহ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার বিকল্প নেই। ’
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘন্টা, মে ০৩, ২০১৫
আরএম