ঢাকা: গত ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে শেষ সময়ে নাটকীয় জয় পায় ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান। কিন্তু রোববার (০৩ মে) কোন নাটকীয়তা নয়, অপেক্ষকৃত দুর্বল ফেনী সকারের সাথে ১-১ গোল ড্র করেই মাঠ ছাড়ে সাদা-কালো শিবির।
পুরো ম্যাচে মোহামেডান আক্রমণ বেশী করেও একবারই গোলের দেখা পেয়েছে। শুরুতেই এগিয়ে থাকলেও লিড ধরে রাখতে ব্যর্থ হয় তারা। ম্যাচ শুরুর ৫ মিনিটেই নিজেদের এগিয়ে নেয় সাদা-কালোরা। এ সময় বল নিয়ে ফেনী সকারের বক্সে ঢুকে পড়েন মোহামেডানের মিডফিল্ডার মোঃ ইব্রাহিম। তার বা পায়ের গড়ানো দুর্বল শট আটকাতে ব্যর্থ হয় প্রতিপক্ষ দলের গোলরক্ষক সলিমউল্লাহ। হাত ফস্কে বলটি আশ্রয় নেয় ফেনীর জালে (১-০)।
ম্যাচের ২২ মিনিটে সমতায় ফেরে ফেনী সকার। ফেনীর গামবিয়ান মিডফিল্ডার যাত্তা মোস্তফাকে নিজেদের বক্সে ফাউল করেন মোহামেডানের মিডফিল্ডার সোহেল রানা। রেফারী আব্দুল হান্নান পেনাল্টির নির্দেশ দেয়। আর স্পট কিক থেকে গোল করেন মোস্তফা (১-১)। প্রথমার্ধের শেষ সময়ে ফেনীর আরেক গাম্বিয়ান মিডফিল্ডার দাওদা চিসে একটি সহজ সুযোগ হাতছাড়া করেন। তার শটটি ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন মোহামেডানের গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধ জুড়ে দুই দল খানিকটা লাগাম ছাড়া ভাবেই খেলেছে। তাই কাঙ্খিত গোলের দেখা মেলেনি। ৭০ মিনিটে ফেনীর আশিক আহমেদের ক্রসে পা ছোঁয়ালেই গোলের দেখা মিলতে পারতো। কিন্তু বলে পা ছোঁয়াতে ব্যর্থ হয় মোস্তফা।
আর ৯০ মিনিটে ডি-বক্সের মধ্যে একটি সহজ সুযোগ হাতছাড়া করেন মোহামেডানের ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। তাই ফেনীর সাথে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে ঢাকা মোহামেডান।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ০৩, ২০১৫
ইয়া/আরএম