ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চেলসির পাঁচে মরিনহোর তিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ৩, ২০১৫
চেলসির পাঁচে মরিনহোর তিন ছবি : সংগৃহীত

ঢাকা: চার মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করলো চেলসি। ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই পঞ্চম লিগ শিরোপা নিশ্চিত করে হ্যাজার্ড-ফ্যাব্রিগাসরা।

এর আগে ২০০৪-০৫ ও ২০০৫-০৬ মৌসুমে হোসে মরিনহোর অধীনেই দু’বার শিরোপা ঘরে তোলে ব্লুজরা।

দর্শকে ঠাসা স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে চেলসি। কিন্তু, ক্রিস্টালের ডিফেন্স প্রাচীর ভাঙতে পারছিল না স্বাগতিকরা। ৪৫ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের সঙ্গে চমৎকার ওয়ান-টু-ওয়ান পাসে ডি-বক্স সীমানায় চলে আসেন হ্যাজার্ড। তখনই তাকে ট্যাকল করে বসেন ক্রিস্টালের স্কটিশ মিডফিল্ডার জেমস ম্যাকআর্থার। রেফারির পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া ছাড়া উপায় ছিল না।

স্পট কিক থেকে হ্যাজার্ডের গোলেই লিড নেয় চেলসি। সঙ্গে সঙ্গেই গ্যালারিতে থাকা স্বাগতিকদের হাজারো সমর্থক উল্লাসে ফেটে পড়েন। এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরো আক্রমনাত্মক ফুটবল উপহার দেয় মরিনহোর শিষ্যরা। কিন্তু, প্রথমার্ধের মতোই গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলে দ্রগবা-মাটিচরা। নির্ধারিত সময় শেষে হ্যাজার্ডের গোলটিই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়।

এক গোলে এগিয়ে থাকাতেই কিছুটা স্নায়ুচাপে ছিল স্বাগতিকরা। কারণ, ম্যাচ ড্র হলেই  শিরোপা নিশ্চিতের অপেক্ষাটা পরের ম্যাচে গিয়ে ঠেকতো। কিন্তু, ঈশ্বর তাদের অপেক্ষাটা আর দীর্ঘায়িত করলেন না। রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই পুরো স্ট্যামফোর্ড ব্রিজ যেন উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘন্টা, মে ০৩, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।