ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জয়ে ফিরলো 'বেঙ্গল ব্লুজ'

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মে ৩, ২০১৫
জয়ে ফিরলো 'বেঙ্গল ব্লুজ' ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গত ২৭ এপ্রিল নিজেদের পঞ্চম ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কারণে শেখ জামালের কাছে ১-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে শেখ রাসেল। রোববার (০৩ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে 'বেঙ্গল ব্লুজ' খ্যাত শেখ রাসেল ২-১ গোলে টিম বিজেএমসিকে পরাজিত করে।

রাসেলের হয়ে গোল করেন পল এমিল ও জাহিদ হাসান এমিলি।

ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে রাসেল। ২০ মিনিটেই এগিয়ে যায় দলটি।   মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্টের কাছ থেকে বল পেয়ে বিজেএমসির ডি বক্সে ঢুকে পড়ে রাসেলের ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড পল এমিল। বক্সে ঢুকেই তীব্র শটে বিজেএমসির জাল কাঁপিয়ে দেয়। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেঙ্গল ব্লুজরা।

আর ৫৩ মিনিট বিজেএমসির নাইজেরিয়ান ডিফেন্ডার ওলাবানজি নিজেদের বক্সে ফাউল করেন রাসেলের হেমন্তকে ভিনসেন্টকে। ফলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। আর স্পট কিক থেকে গোল করেন দেশসেরা অন্যতম ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি (২-০)।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কিছু আক্রমণে যায় টিম বিজেএমসি। সাফল্য আসে ৭৮ মিনিটে। এ সময় বিজেএমসির মেহদী হাসানকে নিজেদের বক্সে ফাউল করেন রাসেলের ডিফেন্ডার তপু বর্মন। ফলে রেফারী জালাল উদ্দিন পেনাল্টির নির্দেশ দেন। আর পেনাল্টি থেকে গোল করেন বিজেএমসির ফরোয়ার্ড নাবিব নওয়াজ জীবন (২-১)। এরপর আরো দুটি আক্রমণে যায় দলটি। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি। ফলে নির্ধারিত সময় শেষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দ্রাগান দুকানোভিচের শিষ্যরা।

এ জয়ে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ব্রাদার্স ইউনিয়নকে পিছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে শেখ রাসেল। আর ৬ ম্যাচের ৫টিতেই হারা টিম বিজেএমসি রয়েছে আগের ১০ম অবস্থানেই।  
 
বাংলাদেশ সময়: ২১১৮  ঘণ্টা, মে ০৩, ২০১৫
ইয়া/‍আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।