ঢাকা: ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে চেলসি। অপর ম্যাচে পয়েন্ট টেবিলের ছয়ে থাকা টটেনহামকে সমান ব্যবধানে হারিয়ে দুইয়ে উঠে এলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
টটেনহামের মাঠ হোয়াইট হার্ট লেনে প্রথম থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে দু’দলই ছিল সমানে সমান। ২৯ মিনিটে মিডফিল্ডার ডেভিড সিলভার নিখুঁত পাসে ম্যানসিটিকে লিড এনে দেন সার্জিও আগুয়েরো। এরই সঙ্গে লিগে ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আরো এগিয়ে গেলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
বল দখলের লড়াইয়ে খানিকটা এগিয়ে ছিল টটেনহাম। কিন্তু, কাঙ্ক্ষিত গোলের দেখাই কেবল পায়নি স্বাগতিকরা। ম্যাচ শুরুর দুই মিনিটের মাথায় গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন টটেনহামের ডিফেন্ডার এরিক ডায়ার। পুরো ম্যাচে দু’দলের খেলোয়াড়রা বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়।
এ ম্যাচে ম্যানসিটির ইনজুরির তালিকাটাও আরেকটু দীর্ঘায়িত হলো। ইনজুরির কারণে দলে ছিলেন না অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি ও ইয়া ইয়া তোরে। তার ওপর ৭৩ মিনিটের সময় ইনজুরির কারণে মাঠ ছাড়েন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।
চেলসির শিরোপা জয় নিশ্চিত হয়ে যাওয়ায় শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে সুযোগ করে নেওয়াটাই অন্য দলগুলোর মূল চ্যালেঞ্জ। পয়েন্ট টেবিলে ৩৫ ম্যাচ শেষে ২১ জয়, সাত ড্র ও সাত পরাজয়ে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট পাওয়া ম্যানইউ আছে চারে। দুই ম্যাচ কম খেলে তিনে থাকা আর্সেনালের পয়েন্ট সংখ্যা ৬৭। ৬১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে লিভারপুল।
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘন্টা, মে ০৪, ২০১৫
আরএম