ঢাকা: প্রথম মিনিটেই দশজনের দলে পরিণত হওয়া এসি মিলানের সঙ্গে রীতিমত ছেলেখেলা করে নাপোলি। ৩-০ গোলের দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানটিও আরো সুসংসত করলো রাফায়েল বেনিতেজের শিষ্যরা।
স্তেদিও সাও পাওলোতে খেলা শুরুর প্রথম মিনিটে ডি-বক্সের মধ্যে নাপোলির মিডফিল্ডার মারেক হামসিককে ট্যাকল করলে সরাসরি লাল দেখে মাঠ ছাড়েন মিলানের ডিফেন্ডার মাত্তিয়া ডি স্কিগলিও। কিন্তু, স্পট কিক থেকে গোল আদায় করতে পারেননি গঞ্জালো হিগুয়েইন। প্রথমার্ধ থাকে গোলশূণ্য ড্র।
মিলান দশজনের দলে পরিণত হওয়ায় ৭৬ শতাংশ বলই নাপোলির দখলে থাকে। তবে, মুহুর্মুহু আক্রমণ করেও মিলানের ডিফেন্স ভাঙতে হিমসিম খায় হিগুয়েইন-ক্যালিজনরা। ৭০ মিনিটে গিয়ে তাদের অপেক্ষার অবসান ঘটে। হামসিকের গোলে লিড নেয় স্বাগতিকরা।
পেনাল্টি মিস করা হিগুয়েইন ৭৬ মিনিটে গোল আদায় করে নেন। বাম প্রান্ত থেকে ড্রায়াস মার্টেনসের মাইনাস থেকে বল জালে জড়ান এই আর্জেন্টাইন স্ট্রাইকার। দুই মিনিট পরেই হিগুয়েইনের শট ফিরিয়ে দেন মিলানের স্প্যানিশ গোলরক্ষক দিয়েগো লোপেজ। অবশ্য, ফিরতি বলে গোল আদায় করে নেন ইতালিয়ান স্ট্রাইকার মানোলা গ্যাব্বিয়াদিনি। নির্ধারিত সময় শেষে হতাশাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ফিলিপ্পো ইনজাগির শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘন্টা, মে ০৪, ২০১৫
আরএম